৯ সেপ্টেম্বর বাজারে এলো বহুল কাঙ্ক্ষিত আইফোন ১৭ সিরিজ। মঙ্গলবার অ্যাপেলের ‘অ ড্রপিং’ (Awe Dropping) ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং ব্র্যান্ড-নিউ আইফোন এয়ার উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এবারের সিরিজের আকর্ষণ আইফোন সেভেনটিন এয়ার। যা এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন বলে জানা গেছে।
মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার পাতলা ফোনটিতে থাকছে ৬ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লে ও একক রেয়ার ক্যামেরা। প্রায় ১৪৫ গ্রাম ওজনের বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন হিসেবে আত্মপ্রকাশ করা এ ফোন নিয়ে ক্রেতাদের কৌতূহল তুঙ্গে। ফোনটির মূল্য ৯৯৯ ডলার।
নতুনত্বের কথা বলতেই অন্য এক দিক নজর কাড়ে। সাধারণত অ্যাপলের লঞ্চ ইভেন্টে ফোন উপস্থাপনের সময় ডিজাইন ও প্রযুক্তি ব্যাখ্যা করতে মঞ্চে উপস্থিত ব্যক্তির মুখ ও নাম দেখা যায়। কিন্তু iPhone Air-এর ক্ষেত্রে সেটি ভিন্ন। কোনো সরাসরি পরিচিতি না দেখিয়েও, ফোনের ডিজাইন ও বৈশিষ্ট্য বোঝাতে শোনা যায় বাংলাদেশি বংশোদ্ভূত ডিজাইনার আবিদুর চৌধুরীর কণ্ঠস্বর। এই অনন্য কৌশল দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে, একই সঙ্গে আবিদুর চৌধুরীর আন্তর্জাতিক মানের দক্ষতা তুলে ধরেছে।
বাংলাদেশী বংশোদ্ভুত আবিদুর চৌধুরী লন্ডনে জন্মগ্রহণ করেন। বর্তমানে সান ফ্রান্সিসকোতে অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন টিমে কাজ করছেন। তিনি ২০১৯ সালে অ্যাপলে যোগ দেন এবং “Plug and Play” কনসেপ্টের জন্য ২০১৬ সালে Red Dot Design Award অর্জন করেন। অ্যাপলে যোগ দেওয়ার আগে তিনি Cambridge Consultants, Curventa, এবং Layer Design-এ কাজ করেছেন। আবিদুর চৌধুরী বলেন, “আমরা এমন একটি iPhone তৈরি করতে চেয়েছিলাম যা ভবিষ্যতের মতো অনুভূত হয়।”
অ্যাপল iPhone Air-এর পাতলা ও হালকা ডিজাইন, উন্নত চিপসেট এবং প্রিমিয়াম ফিনিশিং প্রযুক্তি বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর এই সফলতা শুধু অ্যাপলের জন্য নয়, বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরীর এই অর্জন প্রযুক্তি ও ডিজাইন জগতে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও দৃঢ় করেছে।