শেলটেক (প্রা.) লিমিটেড বন্দরনগরী চট্টগ্রামে তাদের নতুন শাখা অফিস উদ্বোধন করেছে।
সম্প্রতি চট্টগ্রামের দক্ষিণ খুলশীস্থ জাকির হোসেন রোডের রুবিয়া হাইটসের দ্বিতীয় তলায় (সড়ক নং ৩, বাড়ি নং ৭/এ/১) এ অফিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেলটেকের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মো. শরীফ হোসেন ভূঁইয়া, চিফ অপারেটিং অফিসার শাহজাহান, চিফ বিজনেস অফিসার হোসনেয়ারা পারভিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত শেলটেক গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কংগ্লোমারেট। ৩৭ বছরের সফল যাত্রায় ঢাকায় ৪,১০০ টিরও বেশি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক ইউনিট হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেই শেল্টেক আজ রিয়েল এস্টেট, নির্মাণশিল্প, প্রোপার্টি ম্যানেজমেন্ট, কার্গো পরিবহন, সিরামিকস, আর্থিক সেবা, অবকাশ বাণিজ্যসহ ৪০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করছে।