Homeউদ্যোক্তা মেলাবগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা

বগুড়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা।

শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিসিক পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইরুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সহসভাপতি কবীর আহম্মেদ প্রমূখ। আনুষ্ঠানিক উদ্বোধন এবং অতিথিদের বক্তব্য শেষে স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। এ সময় তারা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন।

এবারে মোট ৭৫টি স্টলে উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন। এছাড়া শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড ও মুখরোচক খাদ্য পণ্যের স্টল রয়েছে। এই মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হবে না ক্রেতাদের।
৬ ডিসেম্বর শুর হওয়া বিসিক উদ্যোক্তা মেলা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments