দেশের উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এক মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (ইডিপি)’ সফলভাবে সম্পন্ন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)”–এর আওতায় বগুড়ায় আয়োজন করা হয় এই প্রশিক্ষণ কর্মসূচি।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০০ ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল দেশের এমন উদ্যোমী, সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, যারা এখনও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বা আর্থিক সহায়তার আওতার বাইরে রয়েছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, অর্থ ব্যবস্থাপনা, বিপণন কৌশল এবং উদ্যোক্তা মানসিকতা সংক্রান্ত বিষয়ে।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শাখাওয়াত হোসেন, যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, এসআইসিআইপি-পিআইইউ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও উপপরিচালক মো. আরিফুল ইসলাম, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. রাশিদুল ইসলাম এবং ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া। এছাড়া ইউসিবির এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরীসহ ব্যাংকটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, এই প্রশিক্ষণ তাদের জন্য ছিল একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা এবং ভবিষ্যতের পথ চলার ক্ষেত্রে একটি দৃঢ় ভিত্তি। প্রাতিষ্ঠানিক আর্থিক কাঠামো সম্পর্কে স্বচ্ছ ধারণা, ব্যবসার সুনির্দিষ্ট কৌশল এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দেশের এসএমই খাতে দীর্ঘদিন ধরে ইউসিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ব্যাংকটি কেবল প্রশিক্ষণই নয়, বরং উদ্যোক্তাদের একটি সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করছে।
ইউসিবির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের টেকসই শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর অবদান রাখবে।