ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ ফার্নিচার ও ইন্টেরিয়র ডিজাইন প্রদর্শনী—ফার্নিটেক এক্সপো ২০২৫। ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হলো আজ।
এবারের এক্সপোতে অংশ নিয়েছিলো বাংলাদেশ, চীন, ইতালি, যুক্তরাষ্ট্র, ভারতসহ ৯টি দেশের শীর্ষস্থানীয় ৩০টি প্রতিষ্ঠান। ৮০টি স্টলেআধুনিক ফার্নিচার, কিচেন সলিউশন, ইন্টেরিয়র ডিজাইন, সিরামিক, লাইটিং এবং হোম অটোমেশন পণ্য প্রদর্শিত হচ্ছে। আন্তর্জাতিক মানের নতুন ডিজাইন ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি পণ্যসমূহ ক্রেতাদের আকৃষ্ট করেছে, যা ভবিষ্যতের ফার্নিচার বাজারের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
এবারের এক্সপোতে সবচেয়ে বেশি আকর্ষণ কুড়িয়েছে স্মার্ট ফার্নিচার ও প্রযুক্তিনির্ভর ইন্টেরিয়র সলিউশন। বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান এনেছে অটোমেটেড ফার্নিচার, স্মার্ট লাইটিং সিস্টেম ও স্পেস-সেভিং মডিউলার ডিজাইন। বিশেষ করে এআই এবং আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফার্নিচার দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রদর্শনীতে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফার্নিচার শিল্পের পেশাদার, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা নতুন পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরির সুযোগ পেয়েছেন। দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণের ফলে বাংলাদেশের বাজারে বৈচিত্র্য ও আধুনিক নকশার প্রসারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এছাড়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশি ফার্নিচারের প্রতি আগ্রহ দেখিয়েছে। এতে ভবিষ্যতে দেশের ফার্নিচার রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টস লিমিটেড-এর ডিরেক্টর ফিরোজ আহমেদ বলেন,
“বাংলাদেশের ফার্নিচার ও ইন্টেরিয়র ডিজাইন শিল্প বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে। এই এক্সপোতে দর্শনার্থীদের বিপুল সাড়া আমরা পেয়েছি, যা আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের অনুপ্রেরণা দেবে। পাশাপাশি, বিদেশি ক্রেতাদের আগ্রহ আমাদের দেশের ফার্নিচার রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে।”
হাবিবুর রহমান, উদ্যোক্তা বার্তা