প্রকৃতির স্নিগ্ধ সমীরণ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে – বসন্ত বরণের এই উৎসবকে আরো প্রাণবন্ত করতে রাজধানীর বনানীতে শুরু হয়েছে ২দিন ব্যাপী ফাল্গুন উৎসব।
২৫ জন উদ্যোক্তার অংশগ্রহণে দেশীয় পণ্যের পসরা সেজেছিলো বনানীর এএফডিবি গ্রাউন্ডে।
মেলার আয়োজক এএফডিবির সভাপতি এবং ‘দেশী ভালবাসি’-এর প্রতিষ্ঠাতা মানতাশা আহম্মেদ বলেন, ‘আমরা প্রতিবছরই বিভিন্ন ধরনের আয়োজন করি। বিশেষ করে নারী উদ্যোক্তাদের মধ্যে যারা দেশিয় পণ্য নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা প্রমোট করার চেষ্টা করি। এই বছর এক্সিবিশনের পাশাপাশি চলছে বিভিন্ন সেশন, যার মাধ্যমে উদ্যোক্তারা নানান বিষয়ে অবগত হতে পারছেন।’
উৎসবে যোগ দেওয়া ‘আজুরা বাই শান্তা’ এর কর্ণধার শান্তা কবির বলেন: ফাগুনকে উদযাপন করার জন্য যে ফাগুন উৎসবের আয়োজন করা হয়েছে তা সত্যি অসাধারণ। বিশেষ করে আমাদের মতো উদ্যোক্তাদের জন্য। অনেক বিদেশী বায়ার পাচ্ছি, এটা আমাদের জন্য খুবই আনন্দের। প্রতিবারই দেশী ভালবাসি’র আয়োজনে যুক্ত হই এতে অনেক নতুন ক্রেতাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়।
ফাল্গুন উৎসবে রয়েছে দেশিয় জামদানী, রিক্সা পেইন্টের পণ্য, জুটপণ্য, ভেজিটেবল ডাই এর বিভিন্ন পোশাক, জামদানির জুতো, গিফটস আইটেম, বিউটি প্রোডাক্ট, হ্যান্ডমেড জুয়েলারি, দেশী টয়েলিট্রিজ পণ্য, মণিপুরি শাড়ি, হ্যান্ডব্যাগসহ নানান পণ্য।
১৪ এবং ১৫ ফেব্রুয়ারি এএফডিবি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই ফাগুন উৎসব যা সকলের জন্য উম্মুক্ত।
সেতু ইসরাত,উদ্যোক্তা বার্তা