Homeপ্রকৃতির সান্নিধ্যে রাইসা'র উদ্যোগে ১ম আর্টক্যাম্প

প্রকৃতির সান্নিধ্যে রাইসা’র উদ্যোগে ১ম আর্টক্যাম্প

চারিদিকে সবুজ গাছগাছালির কোলাহলমুক্ত নির্মল পরিবেশ চিত্রশিল্পীদের জন্য সবচেয়ে পছন্দের। শহরের মাঝে এমনি একটি নির্মল শান্ত পরিবেশে এক দিনের একটি আর্ট ক্যাম্প ‘The Open Pallet’  আয়োজন করেন রিক্সাপেইন্টের উদ্যোক্তা রাইসা মানিজা আক্তার

রামপুরা বাগানবাড়িতে ১৫ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে ২৬ নভেম্বর মঙ্গলবার ছিল এই আর্ট ক্যাম্পটি। চিত্রশিল্পীরা রং তুলির মাধ্যমে পুরোনো বাড়ি, উঠান, বাড়ির শৈশবের স্মৃতি, গাছপালাসহ বিভিন্ন বিষয়গুলো ফুটিয়ে তুলেন তাদের ক্যানভাসে।

বাগানবাড়ির ২৪ কাঠা জায়গায় জুড়ে রয়েছে নানা প্রজাতির গাছ এবং পাখিদের কলকাকলীতে মুগ্ধ হয়ে এক একজন চিত্রশিল্পী রঙ তুলির নিবিড় ছোঁয়ায় ফুটে উঠে বাগানবাড়ির বিভিন্ন স্মৃতি। পুরোনো বাড়িকে ঘিরে পুরোনো স্মৃতিগুলো যেন রঙ ফিরে পাচ্ছে চিত্রশিল্পীদের রঙ তুলির ছোঁয়ায়।

প্রথমবারের মতো এই আর্ট ক্যাম্প প্রসঙ্গে আয়োজক এবং উদ্যোক্তা রাইসা মানিজা আক্তার বলেন, আমি একটা নতুন উদ্যোগ নিয়েছি – কয়েকজন পেইন্টারকে নিয়ে আমরা আউটডোর আর্ট ক্যাম্প করছি এবং এটি চলমান থাকবে কারণ আমরা বেশ ভালো সারা পেয়েছি। আমরা সবাই নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে এসে কিছুক্ষণ সময় কাটাতে পছন্দ করি তাই এই বাগানবাড়িতে আমরা এই ক্যাম্পটি করছি, পুরোনো স্মৃতিকে নতুনভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছি। যা হয়তো আগামীতে এই বাগানবাড়ি পেইন্টিং এর মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে।

অংশগ্রহণ কারী চিত্রশিল্পীরাও দিনব্যাপী বেশ উপভোগ করেন এবং আনন্দ উল্লাসের মাধ্যমে রঙ তুলির মাধ্যমে বাগানবাড়ির পুরোনো বাড়ি এবং স্মৃতিকে ফুটিয়ে তুলেন। এই ধরনের আয়োজন আগামীতে আরো হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

প্রথমবারের মতো সাকসেসফুল আয়েজনের মধ্য দিয়ে আর্ট ক্যাম্পের যাত্রা শুর করলেন রাইসা। আগামীতে আরো বড় পরিসরে এই ধরনের আয়োজন করা হবে জানান আয়োজক রাইসা মানিজা আক্তার।

উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো আর্ট ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

সেতু ইসরাত, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments