ফ্রান্সের প্যারিসে প্রবাসী বাংলাদেশি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পঞ্চমবারের মতো ‘বাণিজ্যমেলা ও ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ঐতিহাসিক রিপাবলিক চত্বরে দিনব্যাপী এ মেলার আয়োজন করে ‘সলিডারিটি আঁজি ফ্রান্স’ (সাফ)।
এদিন দুপুরে সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে-এর উদ্বোধনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
মেলায় বাংলাদেশি পণ্যের পাশাপাশি বিভিন্ন দেশের নানা ধরনের পণ্যের ৭০টি স্টল সাজানো হয়, যেগুলোর অধিকাংশই পরিচালনা করেন নারী উদ্যোক্তারা। মেলায় শিশু, নারী ও পুরুষের ঈদের পোশাক ছাড়াও ছিল গয়না, প্রসাধনী, খাবার এবং নানা রকমের পণ্য।
মেলায় বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোও অংশ নেয়, তাদের প্রদর্শনীতে ছিল বিভিন্ন ধরনের পণ্য। এছাড়া, আয়োজকরা শিশুদের জন্য খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও আবহমান বাঙালি সংস্কৃতি তুলে ধরেন।
আয়োজকরা জানান, প্রচারের তুলনায় তারা বেশ সাড়া পেয়েছেন। বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তারা বলেন, “ঈদ উপলক্ষ্যে এমন একটি মেলার প্রয়োজন ছিল। এ আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন।”
মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “প্রবাসের যান্ত্রিক জীবনে আমরা আমাদের শেকড়কে অনেক সময় ভুলে যেতে থাকি। মেলার সুবাদে পরিচিতজনদের সঙ্গে বহু বছর দেখা করতে পেরেছি। মনে হচ্ছে, এ যেন বিদেশের মাটিতে একখণ্ড বাংলাদেশ।”
প্যারিস ১৮-এর ডেপুটি মেয়র ও স্থানীয় কাউন্সিলরসহ এসময় ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।