ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স।’ দেশে ২৪তম বারের মতো তৈরি পোশাক ও বস্ত্র খাতের এই প্রদর্শনী চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এর আওতায় অনুষ্ঠিত হচ্ছে ২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫ সামার এডিশন এবং ৪৮তম ডাই কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো।
সেমস-গ্লোবাল এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে ২ হাজার ২৪৫টির বেশি বুথে ৩০টি দেশের প্রায় এক হাজার ৪৭৫টির বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে।
বুধবার বিকেলে প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেরুন এন ইসলাম। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রদর্শনীতে থাকছে পাঁচটি আন্তর্জাতিক সেমিনার।
প্রতিবছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এবারের প্রদর্শনীতে অংশ নেয়া কোম্পানিগুলো টেক্সটাইল ও অ্যাপারেলসের যন্ত্রাংশ, সুতা (ইয়ার্ন), কাপড় (ফেব্রিক), ট্রিমস (বোতাম, জিপার ও লেইসের মতো অলংকরণ), অ্যাকসেসরিজ (আনুষঙ্গিক উপকরণ), রং উপকরণ (ডাইস্টাফ) এবং তৈরি পোশাক খাতের নানা ধরনের রাসায়নিক (টেক্সটাইল কেমিক্যালস) পণ্য প্রদর্শন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো.শহিদুল ইসলাম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক বেবী রানি কর্মকার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক মুজিব উল ফেরদৌস, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি মো. শামসুজ্জামান এবং বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি মিজানুর রহমান।
এই প্রদর্শনী একটি ওয়ান স্টপ প্ল্যাটর্ফম যা পোশাক শিল্পের বৈশ্বিক নির্মাতাদের সঙ্গে এক ছাদের নিচে যোগাযোগের সুযোগ তৈরি করে দিয়েছে। আয়োজকদের মতে, প্রায় ২৫ বছর ধরে নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্রদর্শনী ও প্ল্যাটফর্ম হিসাবে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স।





