HomeUncategorizedপিকেএসএফ -এর অর্থায়নে জয়পুরহাটে দু'দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা

পিকেএসএফ -এর অর্থায়নে জয়পুরহাটে দু’দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর অর্থায়নে, জাকস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত  “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়নে ভ্যালু চেইন” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় আজ শনিবার থেকে জয়পুরহাটে শুরু হয়েছে দু-দিন ব্যাপী ‘‘উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৫।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নূরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে দুদিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ এর উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী মো: হাবিবুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দীন, জাকস ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিকেএসএফ’র ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার (আরএমটিপি) এরফান আলী, ও কমিউনিকেশন, পাবলিকেশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এহসানুল হাবীব, জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) জনাব মোঃ ওবায়দুল ইসলাম প্রমূখ। এছাড়াও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মজিবুর রহমান, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাসহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মেলায় অংশ নেয়া উদ্যোক্তা, দর্শনার্থী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জাকস ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পরিচালিত ৩০ জন ক্ষুদ্র উদ্যোক্তা মেলায় তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে বলে জানান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নূরুল আমিন।

জাকস ফাউন্ডেশন দেশের উত্তরাঞ্চলে কার্যরত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এক লক্ষ সাতাশ হাজার পরিবার নিয়ে বিগত ৩১ বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। উদ্যোক্তা উন্নয়ন মেলা মূলত নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়নে ভ্যালু চেইন সৃষ্টি করা। ক্ষুদ্র উদ্যোক্তাদের সৃজনশীল ও যুগোপযোগী বিভিন্ন কার্যক্রম প্রদর্শন ও সারা দেশের মানুষের কাছে পরিচিতির পাশাপাশি ও সম্প্রসারণের লক্ষ্যেই মূলত এ মেলার আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments