Homeউদ্যোক্তা মেলাপাঁচ শতাধিক পণ্য নিয়ে দুবাইয়ের গালফ ফুড ফেয়ারে ‘প্রাণ’

পাঁচ শতাধিক পণ্য নিয়ে দুবাইয়ের গালফ ফুড ফেয়ারে ‘প্রাণ’

খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে অংশ নিয়েছে খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণ।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচদিনের এ মেলা শুরু হয়েছে।

প্রাণ গ্রুপ ২০১৩ সাল থেকে গালফ ফেয়ারে নিয়মিত অংশ নিচ্ছে। এবার সেখানে গ্রুপটি পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করছে।

প্রাণ গ্রুপের নির্বাহী পরিচালক (এক্সপোর্ট) মিজানুর রহমান বলেন, “এখানে বড় বড় কোম্পানি অংশ নেওয়ায় তাদের পণ্য সম্পর্কে এবং ভোক্তার আচরণে বিশ্বব্যাপী কী ধরনের পরিবর্তন হচ্ছে সেটি বোঝা যায়। পাশাপাশি বিদ্যমান আমদানিকারকের কাছে নতুন পণ্য ও সেবা তুলে ধরা হয়।”

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “২০২৫ সালে প্রাণের লক্ষ্য ৫০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা। এ লক্ষ্যে নিজেদের নতুন পণ্য নিয়ে ও বিদ্যমান পণ্যের রপ্তানি বাড়াতে প্রাণ গালফ ফুড ফেয়ারে অংশ নিচ্ছে।

“মেলায় অংশ নিয়ে বিভিন্ন দেশের আমদানিকারকদের সাথে যোগাযোগ বাড়ানো এবং নতুন বাজার ধরতে গুরুত্ব দিবে।”

প্রাণ এর ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী জানিয়েছেন, বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে আবারও অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। ফেয়ারটি আন্তর্জাতিক পার্টনারদের সাথে সম্পর্ক গড়া, পণ্যের বৈচিত্র্যময় উপস্থাপন ও নতুন ব্যবসায়িক সম্ভাবনার জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম।

এবারের গালফ ফুড ফেয়ারে ১২৯টির বেশি দেশ থেকে সাড়ে পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments