Homeউদ্যোক্তা মেলাপর্যটন ভবনে Corporate Connect: Empowerlink Expo শুরু 

পর্যটন ভবনে Corporate Connect: Empowerlink Expo শুরু 

The World Bank Group, SME Foundation এবং innovision এর আয়োজনে শুরু হয়েছে ২দিনের Corporate Connect: Empowerlink Expo:Empowering women entrepreneurs Through Connections. পর্যটন ভবন এর শৈলপ্রপাত হলে দুদিনের এই এক্সপো চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।

পণ্যের বাজার সংযোগ বা বাজারজাতকরণ নারী উদ্যোক্তাদের জন্য অন্যতম প্রধান একটি বাঁধা। এই প্রেক্ষাপটে নতুন নারী-উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সংযোগ তৈরির মাধ্যমে পণ্যের বাজারজাতকরণ সমস্যা সমাধানের জন্য The World Bank, SME Foundation এবং innovision দুদিনের  Corporate Connect: Empowerlink Expo আয়োজন করেছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধশতাধিক সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত বুটিক পণ্য, পাটজাতপণ্য, চামড়াজাত পণ্য, হস্তশিল্প, জুয়েলারি, ইত্যাদি বাণিজ্যিক ক্রেতাদের জন্য প্রদর্শন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন এর চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, সংগঠনের জেনারেল ম্যানেজার ফারজানা খান,The World Bank Group এর সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট হোসনা ফেরদৌস সুমি এবং ইনোভেশন এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।

অতিথিদের স্বাগত বক্তব্যের শেষে এই এক্সপোর উদ্বোধন ঘোষণা করেন এসএমই ফাউন্ডেশন এর চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী। তারপর তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন।

এসএমই উদ্যোক্তা এবং বাণিজ্যিক ক্রেতাদের মধ্যে একটি সুসম্পর্ক সৃষ্টির লক্ষ্যে এই এক্সপোর আয়োজন করা হয়। অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের পণ্যের গুণগতমান, ডিজাইন, রংয়ের ব্যবহার পাইকারী মূল্য এবং উৎপাদন সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে বাণিজ্যিক ক্রেতাগণ সাপ্লাইয়ার নির্বাচন করতে পারবেন। এমন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যিক ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পেরে উদ্যোক্তারাও বেশ আশাবাদী তাদের উৎপাদিত পণ্য নিয়ে।

সেতু ইসরাত, উদ্যোক্তা বার্তা 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments