Homeউদ্যোক্তা মেলাপরিনীতা প্ল্যানার্সের আয়োজনে ৩দিন ব্যাপী 'শীত পালকের পর্ব' 

পরিনীতা প্ল্যানার্সের আয়োজনে ৩দিন ব্যাপী ‘শীত পালকের পর্ব’ 

রাজধানীর ধানমন্ডি ২৭ এর  মাইডাস সেন্টারে শুরু হয়েছে শিপ্রা বিশ্বাসের তত্ত্বাবধানে প্রি ঈদ শপিং এন্ড ফ্যাশন ফ্যাস্টিভাল ‘শীত পালকের পর্ব’। 

৪২ উদ্যোক্তার অংশগ্রহণে এক্সক্লুসিভ সব পণ্যের পশরা বসেছে শীত পালকের পর্ব এই আয়োজনটিতে।

উৎসব আয়োজনে মেলা কিংবা এক্সিবিশনে ধানমন্ডির মাইডাস সেন্টার বেশ পরিচিত একটি নাম। তাই ওয়ার্কিং ডে তেও মেলা দেখতে ক্রেতা সাধারণদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।

শীত পালকের পর্ব – এই আয়োজনের শুরুতেই রয়েছে ফুড কর্নার, যেখানে হোম মেড খাবার নিয়ে উদ্যোক্তারা তাদের স্টল সাজিয়েছেন। চিকেন বল, রোল, কেক পেস্ট্রি, পুডিং, ফুসকা চটপটি সেই সাথে রয়েছে লাইভ কিচেন।

ফুড জোন পেরিয়ে মেলায় প্রবেশ করতেই দেখা মিলবে প্রি ঈদ শপিং এন্ড ফ্যাশন ফ্যাস্টিভাল এর নতুন নতুন সব কালেকশন। রয়েছে ডেনিম ব্যাগ, জামদানি শাড়ি, হ্যান্ডমেড জুয়েলারি, কুর্তি, পারফিউম,পাটজাতপণ্য, মৃৎশিল্প, জেন্টস আইটেম, রঙ বেরঙের চুড়ি, অর্নামেন্টস, কিডস আইটেমসহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের পণ্যের দেখা মিলবে মাইডাস সেন্টারে।

মাইডাস সেন্টারের বৃহৎ পরিসরে ৪০ এর অধিক স্টল নিয়ে শুরু হয়েছে শীত পালকের পর্ব।

আয়োজক এবং উদ্যোক্তা শিপ্রা বিশ্বাসের ২য় আয়োজন এটি। প্রথম আয়োজনে অভূতপূর্ব সাড়া পাওয়ায় আয়োজক হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন ফ্যাশন ডিজাইনার শিপ্রা বিশ্বাস।

বিজিএমই থেকে ফ্যাশন ডিজাইনে ডিপ্লোমা করে  মাত্র ৩ হাজার টাকা পুঁজি নিয়ে উদ্যোক্তা জীবনে যাত্রা শুরু করেন শিপ্রা। উদ্যোক্তার পাশাপাশি আয়োজক হিসেবেও কাজ করছেন তিনি।

স্পেশাল অফার, ক্লিয়ারেন্স সেল এবং কেনাকাটায় উপর থাকছে লাকি কুপন। ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে প্রি ঈদ শপিং এন্ড ফ্যাশন ফ্যাস্টিভাল শীত পালকের পর্ব চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, যা সকলের জন্য উম্মুক্ত।

সেতু ইসরাত,উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments