Homeপণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতের আহ্বান বেলার

পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতের আহ্বান বেলার

পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের জন্য পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বুধবার সংবাদমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় বেলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্লাস্টিক দূষণের ভয়াবহতা অনুধাবন করে বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০০২ সালে বাংলাদেশে পলিথিনের শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয়। তবে এ আইনের যথাযথ বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের অক্টোবর থেকে সুপারশপে এবং ২০২৪ সালের নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিনের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আইন ও আদালতের সুস্পষ্ট বাধ্যবাধকতা থাকলেও বিভিন্ন স্বার্থান্বেষী মহল পলিথিন উৎপাদন ও বিপণন করে যাচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের অভাবে পলিথিন ব্যাগের বিকল্প ব্যবহারে সফলতা আনা যাচ্ছে না। পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকপণ্যের ক্ষতি নিরসনে একমাত্র উপায় হলো, এটার ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে অভ্যস্ত হওয়া।

বিকল্প হিসেবে বাংলাদেশের ঐতিহ্যবাহী সম্পদ পাটের ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি—বলছে বেলা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সেই সঙ্গে পলিথিনের উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে বেলা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments