৫ ফেব্রুয়ারি বুধবার, পটুয়াখালীতে ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫’-এর শুভ উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন মহোদয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ, জনাব মোঃ জাহাঙ্গীর আলম (মহাব্যবস্থাপক, বিপণন), বিসিক, বিসিক পটুয়াখালীর জেলা কার্যালয় প্রধান জনাব আলমগীর সিকদার (সহকারী মহাব্যবস্থাপক) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মেলা উদ্বোধন পরবর্তীতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিসিক মহাব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও উদ্যোক্তাদের খোঁজ খবর নেন। ১৫ দিনব্যাপী আয়োজিত মেলা ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে।