Homeব্যাংক নিউজনীলফামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাক ব্যাংকের ইনস্ট্যান্ট লোন বিতরণ

নীলফামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাক ব্যাংকের ইনস্ট্যান্ট লোন বিতরণ

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট (এফআইডি) পরিচালিত ১০/৫০/১০০ টাকা হিসাবধারীদের জন্য পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় নীলফামারীর প্রান্তিক কৃষকদের মাঝে ইনস্ট্যন্ট লোন বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক।

৮ আগস্ট ২০২৫ নীলফামারীতে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের ব্যক্তি, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ইনস্ট্যান্ট লোন সুবিধা প্রদান করা। গ্রামীণ বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির বৃহত্তর লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি স্বল্প ইন্টারেস্ট রেটে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর জন্য সহজ ঋণসুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে।

আয়োজনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে, যেখানে অংশ নিয়েছিল এই অঞ্চলে পরিচালিত আরও ২০টি ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান এবং তৃণমূল পর্যায়ের সুবিধাভোগীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করতে এই উদ্যোগটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর আবেদা রহিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর জুমা রানী। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ব্যাংকের প্রতিনিধি, গ্রাহক, স্থানীয় ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এই কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র ৭% ইন্টারেস্ট রেটে ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে ‘জীবিকা প্লাস’ ইনস্ট্যান্ট লোন বিতরণ করে। জামানতবিহীন এই ডিজিটাল লোন মাত্র কয়েক মিনিটেই প্রসেস করা হয়, যা ব্যাংকটির গ্রাহকবান্ধব সেবার প্রতিফলন। আয়োজনে বাংলাদেশ ব্যাংক ও উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গরা ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments