Homeব্যাংক নিউজনারীদের প্রতিভা বিকাশে বিশেষ নৃত্য পরিবেশনা ‘সখী’র পাশে ব্র্যাক ব্যাংক ‘তারা’

নারীদের প্রতিভা বিকাশে বিশেষ নৃত্য পরিবেশনা ‘সখী’র পাশে ব্র্যাক ব্যাংক ‘তারা’

ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪: নারীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে বিশেষ নৃত্য পরিবেশনা ‘সখী’ আয়োজেনের পাশে ছিল ব্র্যাক ব্যাংক উইমেন ব্যাংকিং ‘তারা’।

এতে অংশ নেন বিভিন্ন পেশায় নিয়োজিত ৯০ জন প্রতিভাবান নারী। ‘সখী’ হচ্ছে নাচ শেখার একটি প্ল্যাটফর্ম, যা পূর্ণবয়স্ক নারীদের নৃত্য শেখার স্বপ্ন পূরণে কাজ করে।

৬ ডিসেম্বর ২০২৪ ছায়ানট অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন পেশার নারীরা পারফর্ম করেন, যা তাঁদের শক্তি, সৃজনশীলতা এবং স্বপ্ন পূরণের বাসনাকে নতুন আভায় উদ্ভাসিত করেছিল।
ব্র্যাক ব্যাংক ‘তারা’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্থী আহমেদ এবং সঙ্গীত পরিচালনা করেন নির্ঝর চৌধুরী।

অংশগ্রহণকারী নারীদের নৃত্য পরিবেশনা ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। ধারাবাহিক দুটি শো-তে ২০০ ‘তারা’ গ্রাহক ও তাঁদের স্পাউজসহ ৫০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন সমাজের সর্বস্তরের নারীদের ক্ষমতায়নের ব্যাপারে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে বলেন, “ব্র্যাক ব্যাংকে আমাদের ভিশন স্পষ্ট: আর্থিক স্বাধীনতার মাধ্যমে নারীদের লক্ষ্য পূরণে সহায়তা করতে এবং তাঁদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা তাঁদের ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই আয়োজন নিয়ে ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার নুরুন নাহার বলেন, “সখী আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। এই প্রজেক্টটি সেসব নারীদের সাহস, সংকল্প এবং আনন্দ উদ্‌যাপন করে, যারা প্রাপ্তবয়স্ক শিক্ষানবিস হিসেবে নাচের প্রতি তাঁদের ভালোবাসার সাহসী বহিঃপ্রকাশ ঘটান। সখী শুধু একটি নৃত্য পরিবেশনের মঞ্চই নয়, বরং এটি নারীদের সুপ্ত প্রতিভা বিকাশে তাঁদের উদ্বুদ্ধ করতেও সহায়তা করে। স্বপ্ন পূরণের যে কোনো বয়স নেই এবং যেকোনো বয়সেই যে এটা করা সম্ভব, এই উদ্যোগটি তারই প্রমাণ।”

সখী’র মতো উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ‘তারা’ নারীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে নারীরা তাঁদের ব্যক্তিগত ও কর্মজীবনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রাখতে পারবেন। এই উদ্যোগ অংশগ্রহণকারীদের স্বপ্ন ও বন্ধুত্বের সাহসীযাত্রাকে তুলে ধরার পাশাপাশি নারীদের স্বপ্ন পূরণে সহায়তার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতিকেও আরও শক্তিশালী করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments