Homeদ্য প্যালেসে 'স্টে ওয়ান নাইট, গেট ওয়ান নাইট' ব্র‍্যাক ব্যাংক কার্ড হোল্ডারদের...

দ্য প্যালেসে ‘স্টে ওয়ান নাইট, গেট ওয়ান নাইট’ ব্র‍্যাক ব্যাংক কার্ড হোল্ডারদের জন্য

ব্র্যাক ব্যাংক তাদের কার্ডহোল্ডারদের জন্য নিয়ে এসেছে এক এক্সক্লুসিভ ছুটির অফার—‘স্টে ওয়ান নাইট, গেট ওয়ান নাইট কমপ্লিমেন্টারি’। বিলাসবহুল দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের সঙ্গে করা এই চুক্তির আওতায় নির্দিষ্ট ব্র্যাক ব্যাংক কার্ডধারীরা মাত্র ১৫,৯৯৯ টাকায় দুই রাত থাকার সুযোগ পাচ্ছেন।

এই অফার শুধুমাত্র কাপলদের জন্য এবং দ্য প্যালেসের টাওয়ার বিল্ডিং রুমে প্রযোজ্য। চলবে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। অফারটি গ্রাহকরা একাধিকবার উপভোগ করতে পারবেন।

অফারটি উপভোগ করতে পারবেন যেসব কার্ডহোল্ডাররা, তাদের মধ্যে রয়েছে:

ভিসা ইনফিনিট, ভিসা সিগনেচার, ডাইনার্স ক্লাব এমারাল্ড, মাস্টারকার্ড ওয়ার্ল্ড, তারা ওয়ার্ল্ড, মিলেনিয়াল ক্রেডিট কার্ড, বরেণ্য এসএমই প্লাটিনাম বিজনেস, প্রিমিয়াম ব্যাংকিং ভিসা সিগনেচার ও প্লাটিনাম, এবং সিনিয়র সিটিজেন ডেবিট কার্ডধারীরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য প্যালেস রিসোর্টের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ তানভির হাসান ও সিনিয়র এক্সিকিউটিভ- ডিজিটাল কমিউনিকেশন ফাহমিদা হোসেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন তপতী বোস, খায়রুদ্দিন আহমেদ, মো. আশরাফুল আলম, মিথিলা আলমগীর জুহি এবং এহসান বিন এ সামাদ।

এই উদ্যোগ গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞতা-ভিত্তিক সেবায় এক নতুন মাত্রা যোগ করছে। ব্যাংকটি চায় প্রতিটি গ্রাহকের জীবনে অর্থপূর্ণ ও আনন্দদায়ক পরিবর্তন আনতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments