Homeউদ্যোক্তা গবেষণা ও উদ্ভাবনদেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড মোজো এখন মরুর দেশ সৌদি আরবে

দেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড মোজো এখন মরুর দেশ সৌদি আরবে

আকিজ গ্রুপের একটি জনপ্রিয় পানীয় মোজো। মোজো হল এক প্রকারের অঙ্গারযুক্ত কোমল পানীয়, যা ২০০৬ সাল থেকে বাংলাদেশে উৎপাদিত হয়। দীর্ঘ ১৯ বছরে মোজো দেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করেছে। দেশের এক নম্বর বেভারেজ ব্র‍্যান্ড আকিজ গ্রুপের মোজো এখন মরুর দেশ সৌদি আরবে। 

২০২৪ সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে “মোজো দেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড” হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

২০২৩ সালে ইস্রায়েল–হামাস যুদ্ধের সময় মোজো ইসরাইলীয় হামলায় নির্যাতিত ফিলিস্তিনিদের আর্থিক সহায়তার আশ্বাস দেওয়ার ফলে বাংলাদেশীয় বাজারে এটির ব্যাপক চাহিদা তৈরি হয় এবং এরপর থেকে মোজো এবং অন্যান্য বিদেশী কোমল পানীয়ের মাঝে এক ধরণের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশে কোকাকোলাসহ অন্যান্য বিদেশী কোমল পানীয় বয়কটের স্বীকার হওয়ার ফলে মোজো দেশীয় বাজারে ব্যাপক প্রভাব বিস্তারে সক্ষম হয়।

মোজো বাংলাদেশ ও মালয়েশিয়া, ইয়েমেন, সিঙ্গাপুর, ভুটান, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের প্রায় ৪৭টি দেশের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, জেনারেল বা ডিপার্টমেন্টাল স্টোর, ভেন্ডিং মেশিনসহ বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে।

এখন থেকে সৌদি আরবের রিটেইল এবং সুপার শপে মোজো পাওয়া যাবে।

সেতু ইসরাত, উদ্যোক্তা বার্তা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments