HomeUncategorizedদেশিয় পোশাক ব্র্যান্ড MAWA'র ব্যতিক্রমী ঈদ মেলা

দেশিয় পোশাক ব্র্যান্ড MAWA’র ব্যতিক্রমী ঈদ মেলা

দেশের জনপ্রিয় তৈরি পোশাক উদ্যোক্তা MAWA গত ২১ এবং ২২ মার্চ ২০২৫ তারিখ ধানমন্ডির প্রাণকেন্দ্রে অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ ChefMate Lounge এর সাথে কোলাবরেশন করে একটি ব্যতিক্রমী ঈদ মেলার আয়োজন করে। 

“মাওয়া’স ঈদ কার্নিভাল টিল সেহরী প্রেজেন্টেড বাই দি শেফমেট লাউঞ্জ “ শীর্ষক দুদিন ব্যাপী একজিবিশনে রেস্তোরাঁর ভেতরেই নারী উদ্যোক্তাদের ৯টি ব্র্যান্ড নিজেদের নজরকাড়া পণ্যের পসরা সাজায়। ঈদ উপলক্ষে শাড়ি, হিজাব,ব্যাগ, জুতা, হাতে বানানো জুয়েলারি, জামদানি মগ, অর্গানিক মেহেদী, হোম ডেকর থেকে শুরু করে ক্রোশেট এর গিফট আইটেম, বই স্টেশনারি ও পাওয়া যাচ্ছিল এই আয়োজনে।

অন্যান্য যেকোনো মেলা থেকে এটা আলাদা হবার কারণ মেলাটি চলে দুপুর ১টা থেকে একদম সেহেরি রাত ৪.০০ টা পর্যন্ত। ধানমন্ডিতে এত রাত পর্ষন্ত আয়োজন খুব একটা হয়নি।

রোজার মধ্যে এমন স্বস্তিদায়ক প্রোগ্রামের প্রশংসা করেন ভোক্তাগণ। রেস্টুরেন্টে এসে খাবার এর পাশাপাশি ঈদ শপিং এর সুযোগ করে দেয়ার জন্য শেফমেট লাউঞ্জ খুবই সুন্দর করে সব ম্যানেজ করে।

এই রেস্টুরেন্ট তথা ফুডকোর্ট এ থাকা ৯টি রেস্টুরেন্ট আর ৯টি লাইফস্টাইল ব্র্যান্ড মিলে আনন্দঘন এই অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশী তৈরী পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড MAWA।

MAWA’র প্রতিষ্ঠাতা জান্নাতুল মাওয়া বলেন, “আমার বিজনেস অনলাইনে হলেও কাস্টমাররা প্রতি ঈদেই পোশাকের সাথে ম্যাচিং করে হিজাব মিলিয়ে নিতে চান। ভাবলাম নিজের ৮বছর বয়সী ব্র্যান্ড নিয়ে ৭টা সোলো এক্সিবিশন করা হয়েছে, এবার কেননা নিজেই কয়েকটা ব্র্যান্ড মিলে ছোট মেলা আয়োজন করি। মাত্র এক সপ্তাহের পরিকল্পনায় রেস্তোরাঁর ভেতরে যেহেতু ছোট করে হলেও ডেকোরেশন, আয়োজন, পণ্য, সবার সহযোগিতা, বিক্রয় থেকে শুরু করে গ্রাহক সন্তুষ্টি পর্যন্ত সবকিছুই ছিল সর্বোচ্চ মানের। আমরা অভাবনীয় সাড়া পেয়েছি।

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ও আমাদের ভোক্তাগণ- সবাই এমন উদ্যোগ আবারও হোক এমনটাই চেয়েছেন।”

মেলায় অংশগ্রহণকারী ৯টা ব্র্যান্ড এর নাম MAWA, Chowdhury’s, KT Store by Mahmuda, Fusion Fiesta, ERNST, Ravishing Stock, New Chapter, The Homemaker, Halima’s Henna by Sumaiyah । দর্শনার্থীরা দুপুর ১টা থেকে সেহেরি ৪:০০ পর্যন্ত রেস্তোরাঁটি পরিদর্শন, খাওয়া-দাওয়া সাথে তাদের মনের আনন্দে কেনাকাটা করেছিলেন।

দেশের বাহিরে এমন উদ্যোগ অহরহ দেখা গেলেও দেশে খুব কমই হয়ে থাকে। শুধু নারী উদ্যোক্তা নিয়ে এমন আয়োজন তো আসলেই হাতে গোনা।

আয়োজক জান্নাতুল মাওয়া শেফমেট লাউঞ্জ এর সিকিউরিটির প্রশংসা করে বলেন, এত রাত পর্যন্ত নারীরা নিরাপদে স্টল দিয়েছে আর মেলায় ঘুরতে এসেছে, এই নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এভাবে একটু সাপোর্ট একটু নিরাপত্তা পেলেই নারী উদ্যোক্তরা এগিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments