আন্তর্জাতিক নারী দিবস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৭ ও ৮ মার্চ (শুক্র ও শনিবার) ৫ সৃষ্টিশীল শিল্পী উদ্যোক্তার অংশগ্রহণে দুদিন ব্যাপী সাজসজ্জা শৈল্পিক পণ্যের প্রদর্শনী ‘শিল্পকার’ শুরু হয়েছে নারীদের জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়িতে।
নারীকে ঘিরে বহুমুখী কর্মকান্ডের ধারাবাহিকতায় এই আয়োজনটি শান্তিবাড়ির কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
‘শিল্পকার’ প্রদর্শনীতে অংশ নিচ্ছে পাঁচ উদ্যোক্তা প্রতিষ্ঠান বৃঙ্গল, পেন্সিলিং, কী করি? কাঁপোকা ও কংক্রিট এন্ড বেয়ন্ড।
৭ মার্চ শুক্রবার, সকাল দশটায় শিল্পকার প্রদর্শনী উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী মডেল ও উপস্থাপিকা নাজিফা আনজুম তুষি এবং ৮ মার্চ শনিবার সন্ধ্যা ৭ টায় বিশেষ এই প্রদর্শনী সমাপনী অনুষ্ঠান অলঙ্কিত করবেন বিশিষ্ট অভিনয়শিল্পী ও মডেল কুসুম শিকদার।