তুলাসহ তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালে উৎসে কর (উৎসে আয়কর) প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৪৩ অনুযায়ী এবং ২০২৪ সালের উৎসে কর বিধিমালার বিধি ৮-এর উপ-বিধি অনুযায়ী আমদানিকৃত কয়েকটি পণ্যের ওপর উৎসে করের হার শূন্য শতাংশ নির্ধারণ করা হয়েছে।”
যেসব পণ্যের ওপর এ ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে—বাছাইকৃত ও আঁচড়ানো তুলা, সিনথেটিক স্ট্যাপল ফাইবার, অ্যাক্রেলিক ও আর্টিফিশিয়াল স্ট্যাপল ফাইবার ইত্যাদি। এসব কাঁচামাল তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত হয়, যা দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত।
এর আগে, চলতি বছরের শুরুতে তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (AIT) আরোপ করে এনবিআর, যা ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি করে। ফলে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে।
বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ (বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন) জানিয়েছে, সংগঠনটির অধীনে ১ হাজার ৮৫৮টি সুতাকল, উইভিং ও ডাইং-প্রিন্টিং-ফিনিশিং কারখানা রয়েছে। প্রায় ২৩ বিলিয়ন ডলারের এ খাত তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সুতা ও কাপড়ের প্রায় ৭০ শতাংশ সরবরাহ করে থাকে।
বিটিএমএ বলছে, উৎসে কর প্রত্যাহারের এই সিদ্ধান্ত শিল্পের ব্যয় কমাবে এবং প্রতিযোগিতামূলক বাজারে দেশীয় শিল্পকে টিকিয়ে রাখতে সহায়ক হবে।