কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান ও উদ্যোক্তা প্রবণতায় সফল ছয়জন উদ্যোক্তাকে সম্মাননা জানিয়েছে উন্নয়ন প্রচেষ্টা। রবিবার (২৯ জুন) বিকেলে তালা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ আয়োজনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি ইউনিট। সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সম্মাননা প্রাপ্ত উদ্যোক্তারা হলেন:
মেহেদী হাসান, আগাম টক-মিষ্টি বরই চাষে বিশেষ অবদানের জন্য।মো. আব্দুর রশিদ, অমৌসুমী তরমুজ চাষে সফলতা অর্জনের জন্য। মো. মুশফিকুর রহমান, বাহারি মাছ চাষে সফল উদ্যোক্তা।মো. নাইমুল হাসান, মাছের পোনা উৎপাদনে সাফল্য অর্জনকারী।
রেশমা বেগম, হাইব্রিড লেয়ার মুরগি পালনে সাফল্যের জন্য।পারুল বেগম, সমন্বিতভাবে কবুতর পালন করে দৃষ্টান্ত স্থাপনকারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। সঞ্চালনায় ছিলেন কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন_উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই সম্মাননা প্রদান কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের মাঝে অনুপ্রেরণা জাগিয়ে তোলা এবং কৃষি-ভিত্তিক টেকসই উন্নয়নকে উৎসাহিত করাই ছিল আয়োজকদের মূল লক্ষ্য।