বাংলাদেশের পর্যটন খাতের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫ শুরু হবে আগামী ৩০ অক্টোবর রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি)। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলার আয়োজন করছে দেশের শীর্ষ পর্যটন বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিটিটিএফ ২০২৫ প্রেস মিট ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টোয়াবের পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মো. ইউনুছ। বৈশ্বিক পরিসরে বাংলাদেশ পর্যটন প্রচারের অংশ হিসেবে বিটিটিএফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন শুভাশিস ভৌমিক।
টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিন শোভন জানান, এবারের মেলা হবে ১৩তম সংস্করণ এবং পূর্বের যেকোনো সময়ের তুলনায় আরও বড়, জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয়। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে টার্কিশ এয়ারলাইন্স। এছাড়া আইএইচজি গোল্ড স্পন্সর হিসেবে, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ক্রাউন প্লাজা গুলশান ও হলিডে ইন ঢাকা হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।
এবারের মেলায় থাকবে মোট ২২০টি স্টল ও ৪টি হলে প্যাভিলিয়ন। অংশ নেবে ২৫০টিরও বেশি এক্সিবিউটর এবং ২০টিরও বেশি দেশ। আশা করা হচ্ছে, মেলায় ৫০ হাজারের বেশি দর্শনার্থী এবং ২ হাজার বাণিজ্যিক প্রতিনিধি উপস্থিত থাকবেন। মেডিকেল ট্যুরিজমের জন্য আলাদা জোনও থাকবে।
এশিয়ার বেশ কয়েকটি দেশ যেমন মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক মেলায় অংশ নিচ্ছে। পাশাপাশি পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার জাতীয় পর্যটন সংস্থা ও অ্যাসোসিয়েশন অংশগ্রহণ নিশ্চিত করেছে।
মেলার জন্য নতুন ওয়েবসাইট ফিচার ও প্রথমবারের মতো মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপে থাকবে ভেন্যুর ম্যাপ, স্টল তথ্য ও এক্সিবিউটরদের ব্যবসায়িক তথ্য।
মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রমণ প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আকর্ষণীয় র্যাফেল ড্র।
প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। লোকজ কারুশিল্পীদের জন্য আলাদা জোন থাকবে।
প্রধান অতিথি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা বলেন, “বিটিটিএফ বাংলাদেশের পর্যটন বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন। সরকার এই আয়োজনে সব ধরনের সহযোগিতা করবে।”
টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, “বিটিটিএফ শুধু একটি মেলা নয়, এটি বাংলাদেশের পর্যটনের টেকসই উন্নয়নের প্ল্যাটফর্ম। এবারের আয়োজন দেশের পর্যটন শিল্পকে নতুন মাত্রা দেবে।”
এছাড়া, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি মো. মাইনুল হাসান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম, আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ারসহ টোয়াবের পরিচালক ও অংশীদার সংগঠনের প্রতিনিধিরা।





