চীনা গাড়ি নির্মাতা জায়ান্ট বিওয়াইডি ২০২৪ সালে ১৭ লাখ ৬০ হাজার ইভি বিক্রি করেছে, আর এর বিপরীতে বিশ্বের বৃহত্তম ইভি বিক্রেতা টেসলা সরবরাহ করেছে প্রায় ১৮ লাখ গাড়ি। ফলে গাড়ি বিক্রিতে যুক্তরাষ্ট্রের কোম্পানি টেসলার কাছাকাছি চলে গেছে বিওয়াইডি।
কোম্পানিটি ভর্তুকি ও ছাড় দিয়ে বিক্রি চাঙা করেছে। সামগ্রিকভাবে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে বিওয়াইডির চেয়ে এগিয়ে আছে টেসলা। যদিও বিওয়াইডির সঙ্গে টেসলার ব্যবধান কমে আসছে।
বিওয়াইডির গাড়ি বিক্রি বেড়েছে মূলত চীনের মূল ভূখণ্ডে। দেশের ভেতরে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় দাম কমেছে। সেই সঙ্গে সরকার পুরোনো গাড়ির বদলে নতুন বৈদ্যুতিক গাড়ি কেনায় প্রণোদনা দেওয়ায় গাড়ি বিক্রিতে গতি এসেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিওয়াইডির মোট গাড়ির ৯০ শতাংশ বিক্রি হয়েছে চীনের মূল ভূখণ্ডে। দেশের ভেতরের বাজারে ফক্সওয়াগন ও টয়োটার চেয়ে তাদের গাড়ি বেশি বিক্রি হচ্ছে।