বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে
১২ -১৭ ডিসেম্বর ৬ দিনব্যাপী বহুমুখী পাট পণ্যের একক মেলা ও পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বহুমুখী পাটপণ্যের প্রচার ও পরিচিত করা এবং তা ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এই বহুমুখী পাটপণ্যের একক মেলার আয়োজন করা হয়েছে। ১ নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উদ্যোক্তারাও এসেছেন তাদের তৈরি পাটের বহুমুখী পণ্য নিয়ে।
মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, লাইফস্টাইল পণ্য, হোম ডেকর আইটেম, পলিথিনের বিকল্প পাটের শপিং ব্যাগ, বিভিন্ন ধরনের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।
মেলায় বিভিন্ন ধরনের পাটপণ্যের প্রায় ৩০টি স্টল রয়েছে। ১২ তারিখ শুরু হয়ে ১৭ তারিখ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত মেলা চলবে।
সেতু ইসরাত,উদ্যোক্তা বার্তা