Homeপ্রতিদিন বিসিকজামদানি বুনন প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন

জামদানি বুনন প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন

আজ রোজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর, ২০২৪ খ্রি. বিসিক জামদানি শিল্পনগরী কার্যালয়ে ৬ মাস মেয়াদী জামদানি বুনন প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, পরিচালক (অর্থ) ও পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ), বিসিক।  

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বাংলাদেশের প্রথম স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য হিসেবে জামদানির গুরুত্ব তুলে ধরেন। জামদানি শিল্পের প্রসারে এই প্রশিক্ষণ কর্মসূচী ফলপ্রসূ হওয়া জরুরি বলে উল্লেখ করেন তিনি। প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী সবাইকে তিনি নিয়মিত প্রশিক্ষণে অংশ নিতে আহ্বান করেন। তাদের ব্যাপারে তিনি নিয়মিত খোঁজ নিবেন বলে জানান। এছাড়া যেকোনো প্রয়োজনে সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো:  আলমগীর হোসেন, আঞ্চলিক পরিচালক, বিসিক, ঢাকা ও জনাব জেসমিন নাহার, উপমহাব্যবস্থাপক, উন্নয়ন বিভাগ, বিসিক, ঢাকা। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আফরিন হাসান, উপব্যবস্থাপক, উন্নয়ন বিভাগ, বিসিক, ঢাকা, এবং  হালিমা আক্তার, উপব্যবস্থাপক, উন্নয়ন বিভাগ, বিসিক, ঢাকসহ  বিসিক জামদানি শিল্পনগরী কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ জসিম উদ্দিন।

প্রশিক্ষণে মোট ১৬ জন প্রশিক্ষণার্থীকে আগামী ৬ মাস ৬ জন প্রশিক্ষকের তত্ত্বাবধায়নে প্রশিক্ষণ দেয়া হবে। উল্লেখ্য, জামদানি বুনন প্রশিক্ষণের ১ম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি বিগত ১১ মার্চ ২০২৪ শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৪ শেষ হয়।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments