আসন্ন ঈদকে ঘিরে রাজধানীতে শুরু হয়েছে ঈদ কেনাকাটা। ঈদ কেনাকাটায় বাড়তি আনন্দযুক্ত করতে দেশিয় উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন মেলার আয়োজন করে থাকে বিভিন্ন সংগঠন। একই ছাদের নিচে লাইফস্টাইল পণ্য থেকে শুরু করে হোম ডেকর পণ্য সবই পাচ্ছেন ক্রেতারা।
তারই ধারাবাহিকতায় ১১ মার্চ, মিরপুর ডিওএইচএস সিএসডির জলমুকুটে তাজ ইভেন্টস এর আয়োজনে শুরু হয়েছে ৪দিন ব্যাপী প্রি ঈদ আনন্দ মেলা।
উদ্যোক্তা এবং সংগঠক তাজ তানিয়ার তত্ত্বাবধানে অর্ধশতাধিক স্টল নিয়ে শুরু হয় এই আয়োজন যা চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। সংগঠক তাজ তানিয়া বরবরাই উদ্যোক্তাদের নিয়ে গ্র্যান্ড আয়োজন করে থাকেন। এবারের এই আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, এটা আমাদের ২০ তম আয়োজন। প্রথম৷ দিনের সকাল থেকেই বেশ জমে উঠেছে এই মেলা। দেশের সার্বিক পরিস্থিতি খারাপ থাকায় কিছুটা সঙ্কায় ছিলাম কিন্তু ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো ছিলো এবং বেচাকেনা বেশ ভালোই হচ্ছে এবং সবাই খুবই খুশি। আমারও ভালো লাগছে ঈদের আগে এমন একটি আয়োজন করতে পেরে।
জামদানি,সিল্ক শাড়ি, পান্জাবি, বিউটি প্রোডাক্ট, জুয়েলারি, Modest clothing item, আনস্টিচ থ্রী পিস, বেবি ড্রেস, লং কাপতানসহ দেশি বিদেশি বিভিন্ন
লাইফস্টাইল পণ্য নিয়ে উদ্যোক্তারা এসেছেন তাজ ইভেন্টেস এর প্রি ঈদ আনন্দ মেলায়।
ঈদ কেনাকাটায় আকর্ষনীয় সব পণ্যের পসরা বসেছে জলমুকুটে কেনাকাটার পাশাপাশি মেলার ৪দিন ব্যাপী থাকছে লটারি সিস্টেম, ১ হাজার টাকার কেনাকাটায় থাকছে আকর্ষনীয় সব পুরস্কার।
তাজ ইভেন্টস এর প্রি ঈদ আনন্দ মেলা ১১ মার্চ শুরু হয়ে চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। মেলার ডিজিটাল মিডিয়া পার্টনার উদ্যোক্তা বার্তা।
সেতু ইসরাত, উদ্যোক্তা বার্তা