Homeচীনা বিনিয়োগকারীদের সফরে নতুন আশা দেখছেন বিডা চেয়ারম্যান

চীনা বিনিয়োগকারীদের সফরে নতুন আশা দেখছেন বিডা চেয়ারম্যান

চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলনে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন মাইলফলক রচিত হয়েছে বলে মনে করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এ সম্মেলনে নতুন আশা দেখছেন জানিয়ে তিনি বলেন, এত বড় প্রতিনিধিদল এক দেশ থেকে আমরা আগে কখনো পাইনি। আমরা নতুন মাত্রার আগ্রহ দেখতে পাচ্ছি চীনা বিনিয়োগকারীদের মধ্যে।

রোববার (১ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আশিক মাহমুদ।

এর আগে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ আয়োজনে দিনব্যাপী চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন হয়। ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেয় চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকাস্থ চীনা দূতাবাস।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি ছিলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনটাও।

সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, চীনের ১৪৩ প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি এতে অংশ নেন। এছাড়া বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। একই সঙ্গে ফরচুন ৫০০ কোম্পানির অন্তর্ভুক্ত ৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments