ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ উৎসবের রঙে সেজেছে। বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ চারুকলার প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০ তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় প্রতি বছরের ন্যায় জয়নুল উৎসবের আয়োজন করা হয়েছে।
২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০ টায় জয়নুল উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক শিল্পী মু. আবুল হাশেম খান, ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী, অধ্যাপক শিল্পী ড. আব্দুস সাত্তার, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর পরিচালক কাজী মাহবুবুল আলম এবং বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা।
উপস্থিত অতিথিরা বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।

বিভিন্ন লোকজ শিল্পের নিদর্শন নিয়ে আগামী ৩ দিন এ মেলায় থাকবেন প্রবীণ ও নবীন শিল্পীরা।
মাগুরা, সোনারগাঁও, যশোর, টাঙ্গাইল, বান্দরবান, মৌলভীবাজার, রংপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের লোকজ সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বিভিন্ন স্টলে পণ্য প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ১৫টি স্টলে প্রায় ৩০জন এতে অংশ নেন।
এছাড়া চারুকলা অনুষদের বারান্দাজুড়ে বিভিন্ন বিভাগ আর বর্ষের স্টলে থাকবে শিক্ষার্থীদের হাতে গড়া নানান শিল্পকর্মের প্রদর্শনী।
বাংলা ও বাঙালির নিজস্ব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছর জয়নুল উৎসব এবং জয়নুল মেলার আয়োজন করা হয়।
প্রতি বছরের মতো এ বছরও দেশের দুইজন স্বনামধন্য শিল্পী-শিক্ষাবিদকে ‘জয়নুল সম্মাননা ২০২৪’ প্রদান করা হবে। তাঁরা হলেন অধ্যাপক শিল্পী মিজানুর রহিম এবং অধ্যাপক ড. রফিকুল আলম।

এছাড়া অনুষ্ঠান জুড়ে থাকবে তিন দিনব্যাপী জয়নুল মেলা, শিক্ষকবৃন্দের শিল্পকর্ম প্রদর্শনী, স্মারক বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
তিন দিনের এই উৎসব চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত, যা প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।





