Homeউদ্যোক্তা মেলাচলছে কচিকাঁচাদের ‘হট্টগোল’ উৎসব

চলছে কচিকাঁচাদের ‘হট্টগোল’ উৎসব

শিশুদের মেধা বিকাশ ও সৃজনশীলতার উৎকর্ষ সাধনে শুরু হয়েছে এক ব্যতিক্রমী ও মজার আয়োজন—‘হট্টগোল’ শিশু উৎসব। ধানমণ্ডির মাইডাস সেন্টারের ১২তলায় জানুয়ারি ৩-৪ তারিখে এই উৎসবের আয়োজন করেছে এন’স কিচেন ও ইভেন্ট হাউস বর্তুল।

উৎসবে অংশগ্রহণ করেছে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু ও তাদের অভিভাবকেরা। প্রথম দিন সকাল ১১টা থেকে শুরু হয় ‘জলছবি ক্রিয়েটিভ স্কুল’-এর পরিচালনায় নানান সৃজনশীল কার্যক্রম। ক্রাফট কর্মশালা, পাপেট কর্মশালা, ও পাপেট শো চলেছে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সন্ধ্যায় ‘জাগতিক’-এর সাংস্কৃতিক পরিবেশনা সকলের মন জয় করে।

পরের দিন বেলা ১২টা থেকে যাদুর কাঠি ও মল্লিক ঐশ্বর্যের আয়োজনে গান ও আড্ডার সঙ্গে শুরু হয় বিশেষ নাটক ‘গুপীবাঘা’-র প্রদর্শনী। নাটকটিতে অংশ নিবে নাট্যদলগুলোর শিশু অভিনেতারা। পাশাপাশি পরিচালিত হবে অভিনয় কর্মশালা, যা পরিচালনা করবেন নাট্য নির্দেশক আলী হায়দার ও হুমায়ুন আজম রেওয়াজ। সমাপনী সন্ধ্যায় থাকবে ‘জলের গান’-এর সঙ্গীত পরিবেশনা।

 

উৎসবে শিশুদের সঙ্গে আসা বাবা-মায়েরা বলেন, এমন একটি আয়োজন শিশুদের সৃজনশীলতাকে জাগ্রত করার পাশাপাশি পরিবারকে আনন্দঘন সময় কাটানোর সুযোগ দিয়েছে।

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল উদ্যোক্তাদের প্রোডাক্ট এক্সিবিশন। ১১ জন উদ্যোক্তা অংশগ্রহণে প্রদর্শিত হয় শিশুদের খেলনা, হাতে তৈরি পাপেট, কটন কাপড়, আর্টিফিশিয়াল ফুলসহ নানা পণ্য। খাদ্যপ্রেমীদের জন্য ছিল চাউমিন, চিকেন, বিরিয়ানি, আচার থেকে শুরু করে এক কাপ চা পর্যন্ত।

উদ্যোক্তারা বলেন, এ ধরনের আয়োজন সৃজনশীল কাজ ও উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি নতুন সম্ভাবনা তৈরি করে।

হট্টগোল’ উৎসব আয়োজকদের বিশ্বাস, এই ব্যতিক্রমী উদ্যোগ শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সামনের দিনগুলোতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

আয়োজন টি সবার জন্য উন্মুক্ত থাকলেও, কর্মশালায় বাচ্চাদের অংশগ্রহণে রয়েছে নামমাত্র ফি।

হাবিবুর রহমান,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments