রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ২১তম রিহ্যাব আবাসন মেলা ২০২৪। মেলার চতুর্থ দিন ছিল জমজমাট। ২৩ ডিসেম্বর শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার গেট খোলা থাকবে।
মেলায় অংশ নিয়েছে ২২০টি স্টল, যেখানে আবাসন, ব্যাংক, সিমেন্ট, ফ্রী মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের মূল্য সিঙ্গেল এন্ট্রির জন্য ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রির জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মেলায় প্রতিদিন র্যাফেল ড্র-এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।
বনানী ও গুলশানসহ ৫৬টি আবাসন প্রকল্প নিয়ে মেলায় অংশ নিয়েছে ক্রিডেন্স হাউজিং। প্রতিষ্ঠানটির টিম লিডার সাজ্জাদ হোসেন জানান, “আমাদের প্রজেক্টগুলো আবাসিক এলাকার মধ্যে হওয়ায় ক্রেতারা ভালো সাড়া দিচ্ছেন। বিশেষত ১ কোটি থেকে দেড় কোটি টাকার প্লটগুলো বেশি পছন্দ করছেন ক্রেতারা।”
ডাউন পেমেন্টে আকর্ষণীয় অফার নিয়ে অংশ নিয়েছে আনোয়ার ল্যান্ডমার্ক। প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ হাসনাইন আহমদ বলেন, “মেলায় ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। ক্রেতারা আমাদের প্রকল্পগুলো সম্পর্কে নানান তথ্য নিচ্ছেন এবং পরিবারের সঙ্গে সরেজমিনে প্রজেক্টগুলো ঘুরে দেখছেন।”
মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই ৫ লাখ টাকা ছাড় দিচ্ছে আরমা রিয়েল এস্টেট লিমিটেড। প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক জানান, “দুই বছর মেলা বন্ধ থাকার কারণে মার্কেটে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। তবে এবারের মেলায় ক্রেতাদের অসাধারণ সাড়া পাচ্ছি। আমরা আশা করছি কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারব।”
মেলায় ঘুরতে আসা তরুণ দম্পতি তানভীর আহমেদ ও সুমাইয়া খান জানান, “আমরা প্রথমবারের মতো ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছি। মেলায় আসার পর বাজেটের মধ্যে ভালো কিছু বিকল্প পেয়েছি। কিছু প্রজেক্ট ঘুরে দেখার পর সিদ্ধান্ত নেব।”
মেলার পরিবেশ ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি সমন্বয়ের জায়গা তৈরি করেছে। বিভিন্ন প্রকল্পের বিশেষ অফার ও ছাড়ে মেলার প্রতিটি দিন হয়ে উঠেছে জমজমাট। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিতে মেলায় আসার সুযোগ থাকবে ২৭ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত।
হাবিবুর রহমান,
উদ্যোক্তা বার্তা