Homeউদ্যোক্তা মেলাচট্টগ্রামে শুরু মাসব্যাপী ফুল উৎসব

চট্টগ্রামে শুরু মাসব্যাপী ফুল উৎসব

পৌষের শীতেই শনিবার, ৪ঠা জানুয়ারি শুরু হলো ফুল উৎসব। ফুলের মৌ মৌ গন্ধে বিভোর চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্ক। ২০২৩ সালে শুরু হওয়া মাসব্যাপী এই উৎসব এবার ৩য় বারের মত আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। ১৩৬ প্রজাতির লক্ষাধিক বর্ণিল ফুলের গাছ নিয়ে এবারের ফুল উৎসব।

ডিসি পার্কের জলাশয়ের পাশে খালি জায়গায় শেডে বসানো হয়েছে ফুল গাছ, জলাশয়ের মাঝেও বসেছে বাঁশের সাঁকো। এবারই প্রথম ফুল উৎসবে যুক্ত হয়েছে ভাসমান ফ্লাওয়ার গার্ডেন।
১৯৪ একর ১ মাসের জন্য এক উৎসব স্থলে পরিণত হচ্ছে।

উৎসব ঘিরে আছে পুতুল নাচ, সাম্পান বাইচ, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, বই উৎসবসহ লোকজ সাংস্কৃতিক নানা আয়োজন। দর্শনার্থীরা এবার মেলা থেকে ফুল কিনে বাড়ি কিনে নিয়ে যাওয়ার সুযোগও পাবেন। ফুলের বাগান ছাড়াও পার্কের লেকে নৌকা ভ্রমণ ও কায়াকিংয়ের সুযোগ রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ফুল উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন। সুস্থ বিনোদনের জায়গা হিসেবে এই কার্যক্রম হাতে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকেটের মূল্য হবে জনপ্রতি ৫০ টাকা। টিকেট মেলা প্রাঙ্গনে কেনার পাশাপাশি অনলাইন সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments