Homeগ্রাউন্ড রেডি না করে এত এত ট্রেইনিং, মেন্টরিং, ফান্ডিং.....

গ্রাউন্ড রেডি না করে এত এত ট্রেইনিং, মেন্টরিং, ফান্ডিং…..

গ্রাউন্ড রেডি না করে এত এত ট্রেইনিং, মেন্টরিং, ফান্ডিং সাপোর্ট দিয়ে খেলোয়ার তৈরী করে ছেড়ে দিলে এরা খেলবে কোথায়, টিকবে কিভাবে ?

পুরো মাঠ জায়েন্ট গ্রুপ ও ইম্পোর্টারদের দখলে দিয়ে নতুন উদ্যোক্তা তৈরী কোন ভাল কিছু বয়ে আনতে পারে না।

প্রশ্ন আসতে পারে উদ্যোক্তাদের খেলার জায়গা বড় করার উপায় আর কি কি আছে?

কভিডের সময় লাখ লাখ উদ্যোক্তা তৈরী হয়ে গেলো যারা বিভিন্ন PPE পন্য, ডিলিভারি সিস্টেম, care service সহ হাজারো পন্য/সেবা নিয়ে হাজির হয়েছিল।

তেমনই শেয়ার বাজার, ডেস্টিনি, ইভ্যালির কারনেও হাজার হাজার উদ্যোক্তা/ব্যবসায়ী তৈরী হয়েছিল।

এর কারন হল খোলা মাঠ পেয়ে সবাই খেলার সুযোগ পেয়েছিল। এদের অধিকাংশকেই তেমন কোন ট্রেনিং, মেন্টরিং, ফান্ডিং দিয়ে সাহায্য করতে হয় নি। সমস্যা হলো সঠিক রেফারিং থাকলে এরা বসে পড়ত না।

ইদানিং অটো রিকশাতেও তাই হলো লাখ লাখ মানুষের রুটি রুজি জরিত হয়ে গিয়েছে। কেও রিক্সা ভাড়া দিয়ে, কেও রিপেয়ার মেন্টেইনেন্স দিয়ে, কেও গেরেজ ভাড়া দিয়ে, কেও স্পেয়ার পার্টস ইম্পোর্ট করে জীবিকা চালাচ্ছে। সবাই কিন্তু তথাকথিত ট্রেনিং, মেন্টরিং, ফান্ড সাপোর্ট ছাড়া।এখানেও সঠিক রেফারিং/পলিসির এর অভাবে ধংসের দিকে যাচ্ছে।

পরিবেশ সৃষ্টি না করে কর্ম সংস্থানের জন্য জোর করে উদ্যোক্তা তৈরীর ফ্যাক্টরি আর চাই না। 🙏

দরকার বাস্তবসম্মত পলিসি ও উন্নতি মাঠ সাথে সাথে সঠিক রেফারিং।

গাজী তৌহিদুর রহমান

খ্যাতিমান উদ্যোক্তা, লেখক ও মেন্টর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments