Homeআন্তর্জাতিক সংবাদগ্যাভি,দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সকে ১৬০ কোটি ডলার দেবে গেটস ফাউন্ডেশন

গ্যাভি,দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সকে ১৬০ কোটি ডলার দেবে গেটস ফাউন্ডেশন

বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের জন্য টিকা কিনতে সহায়তা প্রদানকারী সংস্থা গ্যাভি, দ্য ভাকসিন অ্যালায়েন্সকে আগামী পাঁচ বছরে ১৬০ কোটি ডলার সহায়তা দেবে মার্কিন ধনকুবের বিল গেটসের দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে গেটস ফাউন্ডেশন।

গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস এক বিবৃতিতে বলেছেন, বৈদেশিক সাহায্যে ব্যাপক কাটছাঁটের কারণে এ বছর বিশ্বব্যাপী শিশুমৃত্যু বাড়তে পারে। তিনি বলেন, এই শিশুমৃত্যু রোধে গ্যাভিকে অর্থায়ন করা এককভাবে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ।

২০২৬ থেকে ২০৩০ সাল নাগাদ কার্যক্রম পরিচালনার জন্য ৯০০ কোটি ডলার তহবিলের প্রতিশ্রুতি আদায় করতে চাইছে গ্যাভি। এ জন্য বুধবার ব্রাসেলসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও গেটস ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে।

যুক্তরাষ্ট্র বছরে ৩০০ মিলিয়ন ডলার অনুদান দেয় গ্যাভির তহবিলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যে এই অর্থায়ন বাদ দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে।

গ্যাভির প্রধান নির্বাহী কর্মকর্তা সানিয়া নিশতার বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হয়ে গেলে আগামী পাঁচ বছরে অতিরিক্ত প্রায় ১২ লাখ মৃত্যু হতে পারে।

গ্যাভি বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে। প্রাণঘাতী রোগ যেমন হাম ও ডিফথেরিয়ার মতো রোগ প্রতিরোধে টিকা কেনার জন্য অর্থায়ন করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments