চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি রেডিও প্রকল্পের ‘লারনিং শেয়ারিং’ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হোসেন তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, সমষ্ঠির প্রোগ্রাম কো-অডিনেটর জাহিদুল হক খান, জেলা তথ্য অফিসারের সহকারি তথ্য অফিসার আব্দুল ওহাব, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, ক-সার্কেল (অতিরিক্ত দায়িত্ব খ-সার্কেল) ইলিয়াস হোসেন তালুকদার ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার এবং প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস।
প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক (প্রশিক্ষণ) মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুলসহ অন্যরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমুসহ নাচোল, গোমস্তাপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে আদিবাসী প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা, নিরাপদ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা, আদিবাসী এলাকার রাস্তা সংস্কার ও শ্মশানে যাবার রাস্তার ব্যবস্থা করা, আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা, মাদকাসক্তি ও উৎপাদন বন্ধের ব্যবস্থা করা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা করা, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা, মন্দিরে সরকারি সহায়তার ব্যবস্থা করা ইত্যাদি। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আদিবাসীদের পক্ষ থেকে তাদের সমস্যার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ি, নাধাইকৃষ্ণপুর, চম্পাতলা, জুগিডাইং, বাবুডাইং ফিল্টিপাড়া, গোমস্থাপুরের চাঁদপুর-বাহাদুরপাড়া, খুমিরাপাড়া ও নাচোল উপজেলার আদিবাসীদের নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধানভিত্তিক ৭টি কমিউনিটি সংলাপ করে রেডিও মহানন্দা। যা রেডিও মহানন্দা ‘সেতু বন্ধন’ নামক অনুষ্ঠানে সম্প্রচাতির হয়।
সেই কমিউনিটি সংলাপে উঠে আসা সমস্যা ও অনুষ্ঠানে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা ও আদিবাসী প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসনের সাথে এই লারনিং শোয়ারিং ইভেন্ট এর আয়োজন করে রেডিও মহানন্দা।
এই অনুষ্ঠানটি ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত হল।