ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি তাসকীন আহমেদ জানিয়েছেন, ব্র্যান্ডিং, বিপণন ও গ্রাহক ব্যবস্থাপনায় দুর্বলতা সিএমএসএমই উদ্যোক্তাদের বাজার বিস্তারে প্রতিবন্ধকতা তৈরি করছে। এছাড়া কর ব্যবস্থার জটিলতা, হিসাব সংরক্ষণ ও রিটার্ন দাখিলের ঝক্কি অনেক উদ্যোক্তাকে নিরুৎসাহিত করছে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে কটেজ, মাইক্রো, ছোট ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাত অন্যতম প্রাণশক্তি।
কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন, নারীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এ খাতের অবদান অপরিসীম। দেশের মোট কর্মসংস্থানের ৮০ থেকে ৯০ শতাংশ এ খাত থেকে আসে। জিডিপিতে সিএমএসএমইয়ের অবদান ২৫ শতাংশের বেশি।
শিল্পনীতি ২০১০-এ এমএসএমই খাতকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। কভিড-১৯ মহামারির সময় যখন বৈশ্বিক প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় যাচ্ছিল, তখন বাংলাদেশ ৫ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছিল, যার পেছনে অন্যতম চালিকাশক্তি ছিল এই সিএমএসএমই।
তবে দুঃখজনক হলেও সত্য যে, আমাদের গুরুত্বপূর্ণ খাতটি দীর্ঘদিন ধরে নানাবিধ কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জের মুখোমুখি। এর মধ্যে অর্থায়নের সীমাবদ্ধতা, অবকাঠামোগত দুর্বলতা, দক্ষ মানবসম্পদের অভাব, প্রযুক্তি গ্রহণে পিছিয়ে পড়া এবং দুর্বল নীতিগত সমর্থন বিশেষভাবে উল্লেখযোগ্য। অধিকাংশ উদ্যোক্তাই জামানতবিহীন ঋণ পেতে হিমশিম খান, আর উচ্চ সুদের হার এবং জটিল প্রক্রিয়া ঋণগ্রহণ আরও জটিল করে তোলে।
বাস্তবতা হলো, উদ্যোক্তারা চাহিদাভিত্তিক ও কার্যকর ঋণ ব্যবস্থার আশায় থাকলেও নীতিগত ও প্রাতিষ্ঠানিক জটিলতা তাদের পিছিয়ে দেয়। অথচ এ খাতের উদ্যোক্তাদের ৯৭ শতাংশ নিয়মিত ঋণ পরিশোধ করে থাকেন, যা তাদের ওপর আস্থা রাখার যথেষ্ট কারণ তৈরি করে দেয়।
এসএমই খাতে উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা এবং বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখার জন্য প্রয়োজন আধুনিক অবকাঠামো এবং দক্ষ শ্রমশক্তি। বিদ্যুৎ, পানি, পরিবহনসহ মৌলিক সুবিধার ঘাটতি এবং প্রশিক্ষণ ও প্রযুক্তিভিত্তিক দক্ষতার ঘাটতি উদ্যোক্তাদের ব্যয় বাড়ায় এবং উৎপাদনশীলতা কমায়। পণ্যের বাজারজাতকরণেও এ খাত পিছিয়ে রয়েছে। ব্র্যান্ডিং, বিপণন ও গ্রাহক ব্যবস্থাপনায় দুর্বলতা সিএমএসএমই উদ্যোক্তাদের বাজার বিস্তারে প্রতিবন্ধকতা তৈরি করছে। এছাড়া কর ব্যবস্থার জটিলতা, হিসাব সংরক্ষণ ও রিটার্ন দাখিলের ঝক্কি অনেক উদ্যোক্তাকে নিরুৎসাহিত করছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দেশের সিএমএসএমই খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। আমরা বিশ্বাস করি, নীতিনির্ধারণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং উদ্যোক্তা-সক্ষমতা বাড়ানোর একটি সমন্বিত কাঠামো তৈরি করা জরুরি, যা সিএমএসএমইদের জন্য সহনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং ফলপ্রসূ পরিবেশ সৃষ্টি করবে। ইতোমধ্যে অর্থায়ন প্রক্রিয়া সহজ করতে ডিসিসিআই এনআইডি-সংযুক্ত ডিজিটাল ট্রেড লাইসেন্স, ক্যাশ-ফ্লোবেইজড লেন্ডিং এবং জামানতবিহীন ঋণ দেওয়ার বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। এছাড়া উপজেলাভিত্তিক বিপণন কেন্দ্র, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বাড়ানোর ওপরও আমরা গুরুত্ব আরোপ করছি।
কর ব্যবস্থা সহজ ও বাস্তবমুখী করতে সম্প্রতি ডিসিসিআই ‘এমএসএমই ট্যাক্স কোড’ প্রবর্তনের প্রস্তাব দিয়েছে, যাতে ক্ষুদ্র উদ্যোক্তারা পুনঃবিনিয়োগে উৎসাহ পান এবং কর পরিশোধ সহজতর হয়। এই কোডে করপোরেট করহার কমানো, অর্জিত-নয় এমন আয়ের কর অব্যাহতি, অগ্রিম আয়করের পুনর্বিন্যাস ও স্বয়ংক্রিয় রিটার্ন দাখিলের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এসএমই নীতিমালা-২০১৯ সংশোধন করে নতুন ‘সিএমএসএমই নীতিমালা’ প্রণয়নের সুপারিশ করা হয়েছে। যেখানে এলডিসি উত্তরণের পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি-সহায়ক নীতিমালা, সেবা খাতের জামানতবিহীন ঋণ সুবিধা এবং কর্মমুখী শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ অন্তর্ভুক্ত থাকবে।
দেশের বর্তমান বাস্তবতায় আমাদের দায়িত্ব হলো সিএমএসএমই খাতকে সংস্কারের প্রবণতায় যুক্ত করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা। সেজন্য প্রয়োজন ডিজিটাইজেশন, অর্থায়ন, প্রণোদনা, ট্যাক্স, নীতিগত সংস্কারসহ একটি বৃহত্তর ‘সিএমএসএমই-রিলিফ প্যাকেজ’ কার্যকর করা; যাতে ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে ব্যবসা প্রতিষ্ঠা ও সম্প্রসারণ করতে পারে। যখন দেশে একটি নতুন ধারার সূচনা ঘটেছে, তখন শুধু সরকারি উদ্যোগ নয় বেসরকারি খাত, আর্থিক প্রতিষ্ঠান ও সামাজিক অংশীদারদের সৃজনশীল ও যুগোপযোগী ভূমিকা গ্রহণ আবশ্যক।
এ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সিএমএসএমই খাতকে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের সঙ্গে সংযুক্ত করতে পারব বলে আশা রাখি। একটি বাস্তবভিত্তিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিসমৃদ্ধ কাঠামো গড়ে তুলতে পারলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি সিএমএসএমই খাতই হবে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার নতুন মেরুদণ্ড।