বাংলাদেশি বেভারেজ পণ্যের মধ্যে ক্লেমন বরাবরই একটি পছন্দের বেভারেজ। ক্লেমনের গুণগতমান, স্বাদ এবং আকর্ষণীয় উপস্থাপনাই ক্লেমনকে করেছে বাংলাদেশের পছন্দের বেভারেজ।
সুগারের কারণে অনেকেই সব ধরনের বেভারেজ এড়িয়ে চলেন। তবে রিফ্রেশিং কোনো ড্রিংক পান করার ইচ্ছা তাঁদেরও থাকে। এই প্রয়োজনের কথা এবং দেশের ফিটনেস লাভারদের কথা চিন্তা করে ক্লিয়ার ড্রিংক্স ব্র্যান্ড ক্লেমন বাজারে নিয়ে এলো ‘ক্লেমন জিরো’ নামে নতুন ভ্যারিয়েন্ট।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পণ্যটি বাজারজাতকরণের ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম, সিইও মাইদুল ইসলাম এবং ক্লেমনের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





