Homeআইসিটিক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা

আন্তর্জাতিক অর্থ লেনদেনে এক বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট পেপ্যাল। ‘পেপ্যাল ওয়ার্ল্ড’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, যা ভারত ও চীনের জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটসহ বিশ্বের প্রধান প্রধান পেমেন্ট পদ্ধতিগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসবে। এর ফলে প্রায় দুইশ কোটি ব্যবহারকারীর জন্য আন্তঃসীমান্ত বা ক্রস-বর্ডার লেনদেন আগের চেয়ে অনেক সহজ হবে বলে জানিয়েছে পেপ্যাল।

মার্কিন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই বিশাল উদ্যোগে পেপ্যালের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (এনপিসিআই ইন্টারন্যাশনালের মাধ্যমে) এবং চীনের উইচ্যাট পে (টেনপে গ্লোবালের মাধ্যমে)। এই প্ল্যাটফর্মে পেপ্যাল ও ভেনমোর নিজস্ব সেবা তো থাকছেই, পাশাপাশি ল্যাটিন আমেরিকার জনপ্রিয় পেমেন্ট সিস্টেম মেরকাডো পাগো-এর সঙ্গেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

কীভাবে কাজ করবে পেপ্যাল ওয়ার্ল্ড?

এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের পেমেন্ট সিস্টেমের মধ্যে থাকা বাধা দূর হবে। উদাহরণস্বরূপ:

  • একজন মার্কিন পর্যটক চীনে গিয়ে তার পেপ্যাল অ্যাপ ব্যবহার করে যেকোনো দোকানের উইচ্যাট কিউআর কোড স্ক্যান করে সহজেই অর্থ পরিশোধ করতে পারবেন।
  • একইভাবে, একজন ভারতীয় ক্রেতা যুক্তরাষ্ট্রের কোনো ই-কমার্স ওয়েবসাইটে তার ইউপিআই আইডি ব্যবহার করে সরাসরি মূল্য পরিশোধ করতে পারবেন।

পেপ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স ক্রিস বলেন, “এটি প্রথমবারের মতো এমন একটি প্ল্যাটফর্ম যা বিশ্বের প্রধান পেমেন্ট পদ্ধতিগুলোকে একত্র করছে। আমাদের এই উদ্যোগ বৈশ্বিক লেনদেনকে অনেক সহজ করে তুলবে এবং কোটি কোটি ব্যবহারকারী ও ব্যবসায়ীর জন্য নতুন সুযোগ তৈরি করবে।”

পেপ্যাল জানিয়েছে, ‘পেপ্যাল ওয়ার্ল্ড’ প্ল্যাটফর্মটি ২০২৫ সালের শরৎকালে (Autumn) চালু হবে। পরবর্তীতে, ২০২৬ সাল থেকে পেপ্যালের মালিকানাধীন আরেক জনপ্রিয় সেবা ভেনমোর ব্যবহারকারীরাও অনলাইন এবং অফলাইন কেনাকাটায় এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। এই পদক্ষেপ বিশ্বজুড়ে ডিজিটাল কমার্স এবং ভ্রমণকারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments