Homeএসএমই সংবাদকুয়েজন সিটিতে ‘QC MSME Week 2025’

কুয়েজন সিটিতে ‘QC MSME Week 2025’

ফিলিপাইনের কুয়েজন সিটি সরকার মেয়র জয় বেলমন্টের নেতৃত্বে ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত QC MSME Week 2025 আয়োজন করেছে। আয়োজনের মূল থিম, “From Startups to Scaleups: Empowering MSMEs to be Future Market Leaders,” যার লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে শক্তিশালী করে অর্থনীতির উন্নয়ন ঘটানো।

ফিলিপাইনের জাতীয় আইন রিপাবলিক অ্যাক্ট নং ৯৫০১ (Magna Carta for MSMEs) অনুযায়ী, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহকে MSME সপ্তাহ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই উপলক্ষে কুয়েজন সিটির ক্ষুদ্র ব্যবসা ও সমবায় উন্নয়ন ও প্রচার অফিস জাতীয় প্রতিষ্ঠান ও বেসরকারি অংশীদারদের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা করেছে।

কুয়েজন সিটি এমএসএমই সপ্তাহ স্থানীয় উদ্যোক্তাদের জন্য একটি ওয়ান স্টপ সলিউশন কেন্দ্র হিসেবে কাজ করবে, যেখানে তারা এই ছয় দিনব্যাপী প্রোগ্রামে ব্যবসা নিবন্ধন, দক্ষতা উন্নয়ন, আর্থিক সচেতনতা এবং বাজার সংযোগের সুযোগ পাবে। সেমিনার, ওয়ার্কশপ ও মেন্টরশিপের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য যে, কুয়েজন সিটি এমএসএমই সপ্তাহ ২০২৫ আয়োজনে মেট্রো ম্যানিলার কলেজের ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সহযোগিতায় অনুষ্ঠিত হবে ‘Spark-A-Change’ নামের একটি পিচিং প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা স্থানীয় MSME-দের জন্য প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করবে। এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৭ জুলাই ২০২৫, কুয়েজন সিটির গেটওয়ে মল ২-এর কোয়ান্টাম স্কাইভিউয়ে আয়োজিত অনুষ্ঠানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments