Homeকাদের দিতে হবে ২০২৪-২৫ অর্থবছরে আয়কর, মিলিয়ে নিন আপনার আয়ের সাথে

কাদের দিতে হবে ২০২৪-২৫ অর্থবছরে আয়কর, মিলিয়ে নিন আপনার আয়ের সাথে

আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য প্রতি বছরের ৩০ নভেম্বর করদিবস। ২০২৪-২০২৫ করবর্ষের জন্য ৩০ নভেম্বর ২০২৪ তারিখ হচ্ছে করদিবস অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ।

রিটার্ন কিঃ
আয়কর কর্তৃপক্কের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে রিটার্ন। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে রিটার্ন দাখিল করতে হয়।

রিটার্ন কারা দাখিল করবেনঃ

কারা রিটার্ন দাখিল করবেন তা দুই ভাগে জাতীয় রাজস্ব বোর্ড চিহ্নিত করেছে। যথাঃ
ক. যাদের করযোগ্য আয় রয়েছে এবং
খ. যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে।

করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে

১. কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার (individual) আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হয়;
২. মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৪,০০,০০০ টাকার বেশি হয়;
৩. তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে ৪,৭৫,০০০ টাকার বেশি হয়;
৪. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৫,০০,০০০ টাকার বেশি হয়।

২০২৪-২০২৫ করবর্ষের জন্য ৩০ নভেম্বর ২০২৪ তারিখ হচ্ছে করদিবস অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ।

তথ্যসূত্রঃ জাতীয় আয়কর নির্দেশিকা ২০২৪-২০২৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments