Homeআইসিটিএসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল রবি

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল রবি

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫-এ, ’বছরের সবচেয়ে টেকসই টেলিযোগাযোগ প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে অনারেবল মেনশন পুরস্কারটি পেয়েছে রবি আজিয়াটা পিএলসি। রবির এই সম্মানজনক স্বীকৃতির পেছনে রয়েছে টেকসই উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানটির দৃঢ় অঙ্গীকার এবং বাস্তব ও পরিমাপযোগ্য অগ্রগতি।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি ওয়াটার গার্ডেন হোটেলে এ পুরস্কার দেওয়া হয়।

বর্তমানে রবির ১২.৪ শতাংশ নেটওয়ার্ক টাওয়ার সৌরশক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। যার সঙ্গে বছরে ১৩,৫৩৪ মেগাওয়াট ঘণ্টা (এমডব্লিউএচ) সৌর বিদ্যুৎ উৎপাদন সম্পৃক্ত। এর ফলে প্রতি বছর প্রায় ১,৫১৩ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমছে।

এছাড়াও রবি সার্কুলার ইকোনমির চর্চায় গুরুত্বপূর্ণ আরও কিছু পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে ১৫.৫ টন ই-বর্জ্য পুনর্ব্যবহার এবং সারা দেশে ১৪ হাজারের বেশি বৃক্ষরোপণ। এসব উদ্যোগ কার্বন নিঃসরণ কমাতে রবির বিজ্ঞানভিত্তিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনায় কার্বন নিঃসরণ ৪৫ শতাংশ কমানো এবং ২০৫০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ অবস্থায় পৌঁছানো।

এছাড়াও রবি দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে ১০টি কমিউনিটিভিত্তিক ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট  স্থাপন করেছে। এর মাধ্যমে প্রতি মাসে প্রায় ১৩ লাখ ভ্রমণকারীকে বিশুদ্ধ পানি সরবরাহ করা যাচ্ছে।

পাশাপাশি প্রতিষ্ঠানটি মানসম্পন্ন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কর্মী ও কমিউনিটির উন্নয়নের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে। এসব উদ্যোগ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীস্টের (এসডিজি ) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে কাজ করা দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এবারের আয়োজনে সহযোগিতা করেছে আকিজ বশির গ্রুপ, এসএমসি এন্টারপ্রাইজ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments