Homeএসডিজি অর্জনে শিক্ষার্থীদের সমাজকেন্দ্রিক কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেল এআইইউবি

এসডিজি অর্জনে শিক্ষার্থীদের সমাজকেন্দ্রিক কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেল এআইইউবি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) অর্জন করেছে “সেরা টেকসই উদ্যোগ – বিশ্ববিদ্যালয়” পুরস্কার। পুরস্কারটি প্রদান করা হয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫-এ, যা বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণ করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টির (পরিচালনা পর্ষদ) প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, উপাচার্য ড. সাইফুল ইসলাম এবং প্রক্টর ড. মনজুর এইচ খান।

এই পুরস্কারপ্রদান কর্মসূচির লক্ষ্য হলো জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের ব্যতিক্রমধর্মী ও ইতিবাচক ভূমিকার আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া। আয়োজনটি বাস্তবায়ন করে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ।

এআইইউবি-র পুরস্কারপ্রাপ্ত উদ্যোগটির শিরোনাম ছিল “দায়িত্বশীল ও সাড়া-দানকারী বিশ্ববিদ্যালয়”। এটি বাস্তবায়িত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থা Magna Charta Observatory (MCO)-এর সহযোগিতায়। উদ্যোগটি বাস্তবায়িত হয় ঢাকার অন্যতম বৃহৎ ও নিম্নআয়ের জনবসতি কড়াইল বস্তিতে।

প্রকল্পটি সরাসরি জাতিসংঘের ঘোষিত ছয়টি টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) কার্যক্রম পরিচালনা করে_এসডিজি ১: দারিদ্র্য দূরীকরণ, এসডিজি ৩: সুস্বাস্থ্য ও মানুষের কল্যাণ, এসডিজি ৪: গুণগত শিক্ষা, এসডিজি ৫: লিঙ্গসমতা, এসডিজি ১০: সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য হ্রাস, এসডিজি ১১: টেকসই নগরায়ন ও নিরাপদ সম্প্রদায়।

উদ্যোগের আওতায় নেওয়া হয় একাধিক কার্যক্রম, যেমন-স্বল্প ব্যয়ে গৃহ সংস্কার, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ভিত্তিক সৃজনশীল শিক্ষাসেশন, নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ক্ষুদ্র অর্থায়নের (মাইক্রোফাইন্যান্স) ব্যবস্থা।

উক্ত প্রকল্পে অংশ নেয় এআইইউবির আর্কিটেকচার, ব্যবসায় শিক্ষা (বিবিএ), জনস্বাস্থ্য (এমপিএইচ) বিভাগ এবং “সময় ক্লাব”-এর অন্তর্ভুক্ত প্রায় ৪০ জন শিক্ষার্থী। আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত এই উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও বাস্তব অভিজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করে। এই ব্যতিক্রমী উদ্যোগের নেতৃত্ব দেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং সাবেক উপাচার্য প্রফেসর ড. কারমেন জে লামানিয়া। তাঁর দূরদৃষ্টিসম্পন্ন দিকনির্দেশনা, মূল্যবোধের চর্চা এবং টেকসই উন্নয়নে বিশ্বাস এই প্রকল্পকে পরিণত করে দেশের জন্য একটি মডেল উদ্যোগে।

এই পুরস্কার এআইইউবির সামাজিক দায়িত্ববোধ, শিক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন এবং কমিউনিটি-ভিত্তিক উদ্ভাবনী উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি।

এটি কেবল একটি সম্মাননা নয়—এটি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এক অনুপ্রেরণাদায়ী বার্তা: শিক্ষা শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের পরিবর্তনে সক্রিয় অংশগ্রহণই সাফল্যের প্রকৃত মানদণ্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments