‘ইএসজি ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার – বাংলাদেশ’ এবং ‘মোবাইল অপারেটর অফ দ্যা ইয়ার-বাংলাদেশ’ হিসেবে স্বীকৃতি পেলো গ্রামীণফোন।
এই স্বীকৃতি ‘ইন্টারনেটের দুনিয়া সবার’ উদ্যোগের প্রাপ্তি। এই উদ্যোগের মাধ্যমে আমরা দেশজুড়ে ২০০০ ইউনিয়নের নারীদের কাছে পৌঁছে দিয়েছে ইন্টারনেটের শিক্ষা ও সম্ভাবনা।
লাখো গ্রামীণ নারী এখন ইন্টারনেট ব্যবহার করে এগিয়ে যাচ্ছেন সমানতালে।
এশিয়া টেলিকম অ্যাওয়ার্ড সেই সংস্থাগুলিকে স্বীকৃতি দেয় যারা টেলিযোগাযোগের অগ্রগতিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে। গ্রামীণফোনের প্রায় ৮ কোটিরও বেশি গ্রাহক রয়েছে এবং টেলিযোগাযোগের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখছে।