Homeএবার অপূর্ব - রিচি জুটি ফিতা কাটলেন স্যালনের

এবার অপূর্ব – রিচি জুটি ফিতা কাটলেন স্যালনের

বাংলাদেশের নন্দিত নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। অভিনয়ে ব্যস্ততা কমিয়ে সন্তান ও পরিবারকে সময় দিচ্ছেন তিনি।

তবে এবার নতুন পরিচয়ে যাত্রা শুরু করলেন রিচি সোলায়মান। রাজধানীর উত্তরার ৩ নং সেক্টরের রবীন্দ্র সরণির ৩৯ নং হাউজের ৯ম তলায় ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামে একটি বিউটি স্যালনের যাত্রা শুরু করলেন রিচি।

রিচির বিউটি স্যালনের গ্র্যান্ড ওপেনিং এ উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব, কন্ঠশিল্পী রিজিয়া পারভিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। ফিতা এবং কেক কেটে ইটারনাল বিউটি লাউঞ্জ’ এর উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।

একজন নারীর রূপচর্চাবিষয়ক যত ধরনের সার্ভিস প্রয়োজন হয়,তার সবকিছুই থাকছে সাড়ে ৩ হাজার স্কয়ার ফিটের ইটারনাল বিউটি লাউঞ্জে। বলা যেতে পারে একজন নারীর নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে শতভাগ সার্ভিস নিয়ে পাশে থাকবে ইটারনাল বিউটি লাউঞ্জ – এমনটাই বলছিলেন ইটারনাল বিউটি লাউঞ্জ এর সহ উদ্যোক্তা সিনথিয়া।

সেতু ইসরাত, উদ্যোক্তা বার্তা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments