Homeআন্তর্জাতিক সংবাদএক বোতল পানির দাম ৭১ লক্ষ টাকা

এক বোতল পানির দাম ৭১ লক্ষ টাকা

দুনিয়ার সবচাইতে দামী পানির বোতলের কথা জানুন, যেগুলোর দাম শুনলে আপনার মাথা খারাপ হবার যোগাড় হবে।

১ নাম্বারে যেটা আছে, সেই পানির ১টি বোতলের দাম ৬০,০০০ ডলার অর্থাৎ প্রায় ৭২,০০,০০০ টাকা। এই পানির উদ্যোগগুলোর পেছনে এমন কি রহস্য রয়েছে আসুন তা জানি।

তালিকার ১০ নাম্বারে রয়েছে ব্ল্যাক ওয়াটার। বিশ্বের নামকরা ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি, করণ জোহার, গৌরী খান, মালাইকা অরোরাসহ সারা বিশ্বের অনেক সুপার সেলিব্রেটিরা ব্ল্যাক ওয়াটার পান করেন নিয়মিত। ব্ল্যাক ওয়াটার আসলে একটি এলকালাইন ওয়াটার। যেখানে সাধারণ পানির পিএইচ লেভেল ৭ সেখানে এই ব্ল্যাক ওয়াটার এর পিএইচ লেভেল ৮ থেকে ৯ হয়। এর দাম পড়ে প্রায় ২৮৪ টাকা লিটার।

তালিকার ৯ নম্বরে রয়েছে একুয়া পান্না। এর দুই বোতলের দাম ৪৮২ টাকা। এর মধ্যে যে খনিজ পদার্থ সন্নিবেশিত রয়েছে তা একে অনন্য করেছে এবং স্বাদকে করেছে অতুলনীয়।

৮ নম্বরে রয়েছে ইভিয়ান ন্যাচারাল মিনারেল ওয়াটার। সুইস এই ব্র‍্যান্ডটির এক একটি বোতলের দাম ৭০০ টাকা। বৃষ্টি ও হিমবাহ বেয়ে যে জায়গায় এসে জমা হয় তখন স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে এর সাথে খনিজসমৃদ্ধ হয়ে যায়।

৭ নম্বরে রয়েছে ভিন, যা ফিনল্যান্ডের একটি প্রিমিয়াম পানির ব্র‍্যান্ড। ভিনের দুইটি বোতল রয়েছে। একটি হচ্ছে ভিন ক্লাসিক যা ৭৫০ মিলি. র হয় এবং দাম ২৫৫ টাকা। আর ভিন স্টিল যা ৫৫০ মিলিলিটার এর এবং দাম ২৩০ টাকা।

৬ নম্বরে আছে পেরিয়ার স্পার্কলিং ওয়াটার যা একটি মিনারেল ওয়াটার। ৭৫০ মিলির এক বোতলের দাম ৫৮০ টাকা। ফ্রান্সের গার দেপার্ত্যমঁ-র ভের্গেজে অবস্থিত একটি ঝর্ণাধারা থেকে প্রাপ্ত খনিজ পানি দিয়ে প্রস্তুত হয় এই পানি।

তালিকার ৫ নম্বরে রয়েছে নরওয়ের ভস স্পার্কলিং আরটেশিয়ান ওয়াটার। ৬টি বোতলের দাম ৪৯০০ টাকা মানে ১ বোতলের দাম প্রায় ৮২০ টাকা।

৪ নম্বর পানি হলো তাসমানিয়ান রেইন। প্রচন্ড বিশুদ্ধ এই পানি মাটিতে পড়বার আগেই বৃষ্টি থেকে ডিরেক্ট সংগ্রহ করা হয় এবং এই পানিতে কোনো দূষণ যুক্ত হবার কোনো সম্ভাবনাই নেই। তাই এই পানি ১০ গুণ বেশি বিশুদ্ধ পৃথিবীর যেকোনো প্রিমিয়াম কিংবা আর্টেশিয়ান ওয়াটার থেকে। ৭৫০ মিলিলিটার এর ১২টি বোতলের দাম প্রায় ৬৩৮০ টাকা।

নাম্বার ৩ এ আছে লকোয়েন আর্টস মিনারেল ওয়াটার। আর্জেন্টিনার সবচাইতে দক্ষিণের পাহাড়ি নদী থেকে আসে এই পানি। এই ঝর্ণা মাটি থেকে ৫০০ মিটার নিচে অবস্থিত এবং ২০ একর অপ্রবেশ্য জঙ্গল দিয়ে ঘেরা, যেখানে তাপমাত্রা সারা বছর জুড়ে থাকে মাত্র ৪° সেলসিয়াস। লকোয়েন আর্টস এর এক বোতল পানির দাম ১১৩৪ টাকা।

নাম্বার দুই এ আছে ফিলিকো জুয়েলারি ওয়াটার যা একটি জাপানি পানির ব্র‍্যান্ড। পৃথিবীর অন্যতম লাক্সারি মিনারেল ওয়াটার ব্র‍্যান্ড বলতে ফিলিকো জুয়েলারিকেই বোঝায় যা শ্রেষ্ট বিশুদ্ধ পানির একটি এবং দ্যুতিময় ক্রিস্টাল এবং দুষ্প্রাপ্য জুয়েলারি দিয়ে বিভিন্ন সময় যার বোতলের কারুকাজ সম্পন্ন করা হয়। পারফেকশন, এলিগেন্স,গ্রেস এবং স্টাইলে এক একটি ক্যাপ যা একে দিয়েছে এক রাজকীয় অবস্থান।

ফিলিকো পানির যে মূল্য সে মূল্যের চাইতেও এর দাম ছাড়িয়েছে বহু গুণে এর হ্যান্ডমেড কারুকার্য এবং এর বোতল গোল্ডেন ক্রাউন সাজসজ্জায়। এমনকি এই বোতলের লিমিটেড এডিশন ও রয়েছে। এক বোতলের সাধারণ মূল্য শুরু হয় ২১,২৬৯ টাকা থেকে এবং রয়েল ফিলিকো এ পর্যন্ত সর্বোচ্চ ১,৬৪,৪৭৯ টাকা পর্যন্ত এক বোতল পানি বিক্রি করেছে।

নাম্বারে এক এ রয়েছে একুয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো মডিগলিয়ানো। পুরো বিশ্বে সবচেয়ে দামী বোতলে বিক্রি হয় যে পানি। সাধারণত এর বোতল ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা হয়। এছাড়াও প্লাটিনাম ও হাই কোয়ালিটি ডায়মন্ড দিয়েও এর বোতল তৈরি করা হয়।

এর পানির মধ্যেও ২৪ ক্যারেট স্বর্ণ মিশ্রিত থাকে। এই বোতলে পৃথিবীর সবচাইতে শুদ্ধতম পানি ভরা হয়। যা একত্রিত করা হয় আইসল্যান্ড, ফিজি আর ফ্রান্সের গ্লেশিয়ার থেকে। ৭১,৬৯,০০০ টাকা যার একটি বোতলের পানির মূল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments