সৃজনশীল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল ফাইজা আহমেদের নতুন উদ্যোগ ‘আর্টেমিস স্টুডিও’। ২ আগস্ট, শনিবার মিরপুর ১০ মেট্রো স্টেশনের কাছে সেনপাড়া ঠিকানায় একটি প্রাণোচ্ছল আয়োজনের মাধ্যমে উদ্বোধন হয় এই স্টুডিওটির।
২০১৯ সাল থেকে ‘আর্টেমিস’ নামের ফ্যাশন ব্র্যান্ডটি অনলাইনে শাড়ি, স্কার্ট, কুর্তি ও গাউনের মতো নান্দনিক পোশাকে ক্রেতাদের মন জয় করে আসছে। পাঁচ বছরের সফল অনলাইন যাত্রার পর এবার অফলাইনে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছাতে এই স্টুডিওর সূচনা।
ডুপ্লেক্স স্টাইলের স্টুডিওর নিচের অংশটি ব্যবহার হচ্ছে পোশাক তৈরির ফ্যাক্টরি হিসেবে, আর ওপরের তলায় রয়েছে ডিসপ্লে ও শোরুম। এখানে ক্রেতারা চাইলেই দেখতে পারবেন আর্টেমিসের পোশাক তৈরির প্রক্রিয়া। রয়েছে পছন্দমতো কাস্টমাইজ পোশাক অর্ডার করার সুযোগও।
আর্টেমিস স্টুডিওর বিশেষ দিক হলো—এটি শুধু একটি ফ্যাশন ব্র্যান্ডের শোরুম নয়, বরং একটি কমিউনিটি স্পেস। ‘Creativity Meets Community’ স্লোগানে এ স্পেসে প্রতি মাসে দেশের ৮টি উদ্যোগ তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাচ্ছে।
বর্তমানে যেসব উদ্যোগ আর্টেমিস স্টুডিওতে আছে— সরলা, আলো, আঁচারি, দীঘল, মিম্মি, দাগ, রানজুনি ও বায়ো নেচুরা নিউট্রিশন।
এই উদ্যোগগুলো ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ফ্যাশনেবল পোশাক, গয়না, খেলনা, পুতুল, ঘরে তৈরি আচার, হারবাল তেল ও ভেষজ পণ্যের বিশাল সমাহার।
উদ্বোধনের দিন ফাইজা আহমেদের পরিবার, কাছের বন্ধুবান্ধব এবং ফ্যাশনপ্রেমী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে ফাইজা আহমেদ বলেন,“অনলাইনে অনেক দূর এসেছি, কিন্তু ক্রেতাদের চাহিদাই আমাকে এই স্টুডিও করতে অনুপ্রাণিত করেছে। সবাই একটু ছুঁয়ে দেখে, যাচাই করে, তারপর কিনতে চায়। তাই এমন একটা জায়গা চেয়েছিলাম যেখানে পোশাকের পেছনের গল্প দেখা যাবে, আবার উদ্যোক্তারাও নিজেদের মতো করে জায়গা পাবে।”
আর্টেমিস স্টুডিও খোলা থাকবে সপ্তাহে ৭ দিন, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এটি শুধু একটি দোকান নয়—এ যেন সৃজনশীলতার মিলনমেলা। উদ্যোক্তা, ক্রেতা ও কারিগর—সকলের জন্য উন্মুক্ত এক আন্তরিক ও শৈল্পিক পরিসর।