Homeআইসিটিএআই’র শক্তিতে গুগলকে চ্যালেঞ্জ জানাচ্ছে পারপ্লেক্সিটি

এআই’র শক্তিতে গুগলকে চ্যালেঞ্জ জানাচ্ছে পারপ্লেক্সিটি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবার সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে চ্যালেঞ্জ জানাচ্ছে এআই প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি। এনভিডিয়া-সমর্থিত স্টার্টআপটি সম্প্রতি তাঁদের এআই মোবাইল ব্রাউজার ‘কমেট’ রিলিজ করেছে। এবারে ‘কমেট’ ব্রাউজারটিকে বিভিন্ন ব্র্যান্ডের ফোনে প্রি-ইনস্টলড্‌ করতে ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা শুরু করেছে পারপ্লেক্সিটি। শুক্রবার (১৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে পারপ্লেক্সিটি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অরবিন্দ শ্রীনিবাস

স্মার্টফোন ব্যবহারকারীদের একটি বড় অংশই ফোনে প্রি-ইনস্টলড থাকা ব্রাউজার ব্যবহার করে থাকেন এবং এটাই এক সময় তাঁদের অভ্যাসে পরিণত হয়। এ কারণেই পারপ্লেক্সিটি তাঁদের ‘কমেট’ এআই ব্রাউজারটিকে বিভিন্ন প্রতিষ্ঠানের ফোনে প্রি-ইনস্টলড্‌ করতে চাইছে। এভাবে করে ব্রাউজারটি সহজেই উল্লেখযোগ্যসংখ্যক ব্যবহারহারী পেয়ে যাবে।

উল্লেখ্য, গুগলের জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম স্মার্টফোনের মতো বিভিন্ন মোবাইল ডিভাইসে প্রি-ইনস্টলড্‌ থাকে এবং এতে করে প্রতিদ্বন্দ্বী ব্রাউজারগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে থাকে ক্রোম। পাশাপাশি গুগল ইকোসিস্টেমের অংশ হিসেবেও সুবিধা পেয়ে থাকে ক্রোম ব্রাউজার।

পারপ্লেক্সিটি’র প্রধান নির্বাহী অরবিন্দ শ্রীনিবাস বলেছেন যে, ডিফল্ট ব্রাউজার ক্রোম থেকে কমেটে পরিবর্তন করতে মোবাইল ডিভাইসের মূল সরঞ্জাম নির্মাতাদেরকে (ওইএম) রাজি করানোর কাজটি সহজ নয়।

উল্লেখ্য, বর্তমানে বাজারে রয়েছে কমেট এআই ব্রাউজারটির বেটা সংস্করণ এবং এটি কেবলমাত্র ডেস্কটপে ব্যবহারের জন্য উপযোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments