৮ই ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ ফ্যাশন ইভেন্ট “বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫”।
ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই ফ্যাশন শো দেশীয় ফ্যাশন শিল্পের সৃজনশীলতা, ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব সমন্বয় তুলে ধরেছে।
ফ্যাশনপ্রেমীদের জন্য এবারের আয়োজন ছিল আরও জাঁকজমকপূর্ণ, যেখানে দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তৈরি হয়েছে নতুন ঈদ কালেকশন। আর এই আয়োজনে এপেক্সের জন্য শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
শুধু ফ্যাশন নয়, এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল পোশাকের আরামদায়কতা ও ব্যবহারিক দিক। আয়োজকরা জানান, এবারের কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কমফোর্ট এবং স্টাইলের ভারসাম্যের ওপর। রোজকার ব্যস্ত জীবনের জন্য ক্যাজুয়াল ও ফরমাল পোশাকের এক ভিন্নমাত্রার সংমিশ্রণ তুলে ধরা হয়েছে ফ্যাশন লিগ্যাসির মঞ্চে।
দেশীয় ক্রেতাদের চাহিদা মাথায় রেখে বিদেশি ব্র্যান্ডগুলোর পাশাপাশি দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোও ভিন্নধর্মী ডিজাইন নিয়ে হাজির হয়েছে। এপেক্স তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিক-এর নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করেছে এই ফ্যাশন শোতে। এছাড়াও অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড বিশ্বরঙ, আমিরা, লুসোবেলা, এ জি, ফিট এলিগেন্স, লেবেল ইমাম হাসান, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন।
ফ্যাশন শোতে ছেলেদের জন্য এপেক্স এনেছে স্টাইলিশ চামড়ার স্যান্ডেল, নজরকাড়া ফর্মাল জুতা এবং ম্যাভেরিক ব্র্যান্ডের নতুন পোশাকের লাইন। শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জ্যাকেটসহ নানা স্টাইলের কালেকশন থাকছে এবারের ঈদ স্পেশালে। অন্যদিকে, মেয়েদের জন্য থাকছে রোজকার আরামদায়ক জুতা, পার্টি ওয়্যার ও বাহারি ডিজাইনের মিউল স্যান্ডেল।
ফ্যাশন শো শেষে উদ্যোক্তারা বলেন, বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির মতো প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, যেখানে নতুন ডিজাইন ও ট্রেন্ড নিয়ে দর্শকদের সামনে আসা যায়।
বিশ্বরঙ-এর বিপ্লব সাহা বলেন, “বাংলাদেশের ঐতিহ্য আর আধুনিক ট্রেন্ডের সংমিশ্রণ ঘটিয়ে আমরা এবারের কালেকশন তৈরি করেছি। ঈদের জন্য এমন কিছু পোশাক ডিজাইন করেছি, যা আরামদায়ক এবং স্টাইলিশ।”
আমিরার ম্যানেজিং ডিরেক্টর জায়না মাকসুদ বলেন, “দেশীয় ফ্যাশনপ্রেমীদের জন্য আমরা সবসময় নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করি। সামনে ২১ ফেব্রুয়ারি কে ডেডিকেটেড করে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সংমিশ্রণে বিশেষ ডিজাইন লঞ্চ করেছি। এই আয়োজন আমাদের মতো উদ্যোক্তাদের জন্য দারুণ এক সুযোগ।”
আয়োজকরা আরও জানান, কেবল ট্রেন্ডি ডিজাইনই নয়, বরং টেকসই ফ্যাশন ও সাশ্রয়ী মূল্যের পোশাক নিশ্চিত করাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য। এবারের কালেকশনে আধুনিক স্টাইলের পাশাপাশি আরামদায়ক ফেব্রিক ও সহজলভ্য ডিজাইনেও গুরুত্ব দেওয়া হয়েছে।
লিগ্যাসি ফ্যাশন শো দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির সম্ভাবনা, সৃজনশীলতা ও নতুনত্বকে উদযাপনের এক অনন্য মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশীয় ব্র্যান্ড ও উদ্যোক্তাদের সৃজনশীল কাজের মাধ্যমে এই আয়োজন ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
হাবিবুর রহমান,
উদ্যোক্তা বার্তা