Homeআন্তর্জাতিক সংবাদউদ্যোক্তা ওবেরয় বাবা-মা'কে দিলেন কালিনান

উদ্যোক্তা ওবেরয় বাবা-মা’কে দিলেন কালিনান

বিবেক ওবেরয়, বলিউডের ফ্লপ অভিনেতাদের মধ্যে একজন। বেশ কিছু সফল ছবি দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। তবে সম্পত্তির দিক থেকে রণবীর, আল্লু অর্জুন, প্রভাষ এবং রজনীকান্তের মতন নায়কদের পেছনে ফেলে দিয়েছেন তিনি।

গত সপ্তাহে একটি বিলাসবহুল রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ কিনে সকলকে চমকে দিয়েছেন বিবেক ওবেরয়। বিবেক যে রোলস রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ গাড়িটি উপহার দিয়েছেন তার মা-বাবা এবং স্ত্রীকে তার আনুমানিক দাম ১২.২৫ কোটি টাকা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বিবেক। তারপর থেকেই নেট দুনিয়ায় নি:শব্দচারী এই অভিনেতার খবরটি ছড়াতে থাকে।

সেখানে দেখা যায় বাবা-মা এবং স্ত্রীকে নতুন গাড়ি দেখাতে নিয়ে এসেছেন অভিনেতা। নতুন গাড়ির চাবি বাবা মায়ের হাতে তুলে দেন বিবেক। কোনো প্রকার নাটকীয়তা ছাড়াই অত্যন্ত সম্মানের সাথে পিতা-মাতাকে সন্তুষ্ট করাই যে বিবেক ওবেরয় এর মূল উদ্দেশ্য তা তার অভিব্যক্তিতে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। কোনো অভিনেতা বা অভিনেত্রীকে অনেক দামী গাড়ি ব্যবহার করে জিম কিংবা অভিজাত জীবন এর অবস্থানে দেখা মেলেও শো বিজে প্যারেন্টস হ্যাপিনেস এর উপহারে প্রসংশায় ভাসছেন বিবেক।

অনেকেই জানেন না প্রায় নিঃশব্দে গত দুই দশকেরও বেশি সময় ধরে এক ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। বিবেকের মোট সম্পত্তির পরিমাণ এখন প্রায় ১২০০ কোটি টাকা!

শুধু রোলস রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজই নয়, বিবেকের গাড়ির বহরে আছে ৩.১১ কোটি টাকার ল্যাম্বরগিনি গ্যালার্ডো, ৪.৫ কোটি টাকার ক্রিসলার ৩০০সি লিমোজিন, এবং মারসিডিজ এর দুটি মডেল- জিএলএস ৩৫০ডি এবং জিএলই ২৫০ডি।

সালমান খানের সাথে ঝামেলা, বলিউড থেকে বয়কট হওয়ার গুজব- সব মিলিয়ে মেইনস্ট্রিম সিনেমা থেকে একরকম হারিয়েই যান তিনি। যদিও পরবর্তীতে নিজেকে ফিরিয়ে এনেছেন বিবেক। দক্ষিণের বিভিন্ন ওয়েব সিরিজ এবং ফিল্মে কাজ করছেন অভিনেতা। কিন্তু তার সেই কাজ খুব একটা চোখে পড়ার মতো ছিল না। কিন্তু তা সত্ত্বেও তার ব্যবসায়ী উদ্যোগ তাঁকে ইন্ডিয়ার অন্যতম ধনী অভিনেতার খেতাব জিতিয়েছে।

বিবেকের উদ্যোগগুলোর মধ্যে রয়েছে স্টক মার্কেটে বিনিয়োগ, রিয়েল এস্টেট ব্যবসা, ফিল্ম এবং ইভেন্ট প্রডাকশন কোম্পানি। তার রিয়েল এস্টেট কোম্পামির নাম কার্মা ইনফ্রাস্ট্রাকচার। আর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নাম মেগা এন্টারটেইনমেন্ট। গত অক্টোবরে বিবেক এশিয়ার Greatest Real Estate Leaders 2023-24 award পান।

এছাড়া বিবেক BnW Real Estate নামে একটি কোম্পানিরও সহ- প্রতিষ্ঠাতা। সংযুক্ত আরব আমিরাতের নামকরা এই রিয়েল এস্টেট কোম্পানি দুবাই এর কাছে আর মারজান আইল্যান্ডে একুয়া আর্ক নামে ২৩০০ কোটি টাকার একটি রিসোর্ট প্রজেক্ট শুরু করতে যাচ্ছে যার মাধ্যমে বছরে ৫.৫ মিলিয়ন পর্যটককে আকৃষ্ট করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments